Monsoon Update: দমকা হাওয়া-ভারী বৃষ্টি চলবে আরও দু'দিন, কোন কোন জেলায় বাড়তি সতকর্তা
Bengal Monsoon: কলকাতায় এখন থেকে আগামী দেড়-দুই ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের উপর সক্রিয়। এর প্রভাবে দক্ষিণবঙ্গে সোমবার, শুক্রবার ও আগামিকাল, শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে।
1/7
বর্ষার বঙ্গ
অয়ন ঘোষাল: উত্তরে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এলাকায় প্লাবন। পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা। আগামী সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের উপর সক্রিয়। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ও কাল শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। আজ কলকাতায় রেইনি ডে পরিস্থিতি।
2/7
বর্ষার বঙ্গ
মেঘলা আকাশ, অবিরাম বৃষ্টি। দু এক পশলা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে ৪৮ ঘন্টা। আজ শুক্রবার কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ সব জেলাতেই বছর বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
photos
TRENDING NOW
3/7
বর্ষার বঙ্গ
4/7
বর্ষার বঙ্গ
সিকিম ভুটান আসাম মেঘালয়ে প্রবল বৃষ্টির সতর্কতা। তার ফলে দুর্ভোগ চলবে উত্তরবঙ্গের নিচু এলাকাতে। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে।
5/7
বর্ষার বঙ্গ
শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়।
6/7
বর্ষার বঙ্গ
7/7
বর্ষার বঙ্গ
photos