Weather Updates: মার্চেই ৪৫ ডিগ্রি ছোঁবে কলকাতার পারদ? কী বলছে আবহাওয়া দফতর

Mar 03, 2022, 16:40 PM IST
1/5

কলকাতায় মার্চেই ৪৫ ডিগ্রি!

Kolkata Summer Weather Updates 1

নিজস্ব প্রতিবেদন : শীত বিদায় নিয়েছে। ধীরে ধীরে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর সেখানেই প্রশ্ন উঠেছে, মার্চেই কি  ৪৫ ডিগ্রি ছোঁবে কলকাতার পারদ? 

2/5

রেকর্ড গরমের পূর্বাভাস

Kolkata Summer Weather Updates 2

প্রসঙ্গত, ভূতত্ত্ববিদ সুজীব কর দাবি করেছিলেন যে এই বছর রেকর্ড গরম পড়তে পারে। ১৫ মার্চ থেকে ১৫ মে-র মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

3/5

কলকাতায় গরম

Kolkata Summer Weather Updates 3

সেক্ষেত্রে কলকাতার পারদ মার্চেই ৪০-৪৫ এর কোঠায় পৌঁছে যাবে কিনা, সেই প্রশ্ন উঠছিল। তবে স্বস্তি দিয়ে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।   

4/5

কলকাতার তাপমাত্রা

Kolkata Summer Weather Updates 4

অধিকর্তা গণেশ কুমার দাস স্পষ্ট জানিয়েছেন, "মার্চেই কলকাতার বা জেলার তাপমাত্রা ৪০ বা ৪৫ ডিগ্রি ছোঁয়ার কোনও সম্ভাবনা নেই।" 

5/5

আবহাওয়া দফতরের পূর্বাভাস

Kolkata Summer Weather Updates 5

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। রাজ্যের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস তেমন নেই। বরং দিনের তাপমাত্রা বাড়বে।