জেনে নিন নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের রীতি

Apr 17, 2021, 17:27 PM IST
1/8

ভারতে বিয়ের কনেরা মেহেন্দি পরে থাকে। ভারতে মেহেন্দিকে বিয়ের জন্য শুভ লক্ষণ বলা হয়ে থাকে।

2/8

ইতালিতে বিয়ের অনুষ্ঠানে অতিথিরা Candies উপহার হিসেবে আনেন, মনে করা হয় এই রীতি মানলে নতুন বিবাহিত দম্পতির শরীর সুস্থ থাকে, অর্থের অভাব হয় না । 

3/8

সুইডেনে বিয়ের  সময় কনেরা Myrtle ( মার্টেল গাছ)  তাঁদের ক্রাউনে লাগান যা ভালবাসার প্রতীক হিসেবে মনে করা হয়।

4/8

ভেনেজুয়েলাতে বিয়ের দিন বিবাহিত দম্পতিরা নিজেদের সঙ্গে সময় কাটান, মনে করা হয় এতে তাঁদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। 

5/8

নেদারল্যান্ডে ডাচ দম্পতিকে অতিথিরা কাগজের চিরকুটে শুভ কামনা বার্তা দিয়ে থাকে। 

6/8

ফিলিপিন্স দম্পতিরা একসঙ্গে মিলে সাদা পায়রা ওড়ান।     

7/8

ফ্রান্সে বিয়ের দিন কেক ছোড়াছুড়ি করে সেলিব্রেট করা হয়ে থাকে। 

8/8

অস্ট্রেলিয়ায় বর ও কনের দুজনেরই বাড়ি থেকে বিভিন্ন ধরনের পাথর একটা বাটিতে  রাখা হয়ে  থাকে, মনে করা হয় ভালবাসা ও পাশে থাকতে  উপহার হিসেবে এই পাথর দেওয়া হয়।