লাথি খেয়ে মাত্র ২টি ভোট পেলেন জয়প্রকাশ, করিমপুরে একাধিক বুথে 'সন্দেহজনক' ফল

| Nov 28, 2019, 17:37 PM IST
1/6

অঞ্জন রায়: ভোটগ্রহণের দিন, সোমবার করিমপুরে প্রহৃত হয়েছিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তাঁকে লাথি মেরে ঝোপে ফেলে দিয়েছিল এক দুষ্কৃতী।  করিমপুরের ওই বুথেই মাত্র ২টি ভোট পেলেন বিজেপি প্রার্থী। পাশের বুথে বিজেপির ভোট সাকুল্যে ৩৮টি। দু'টি বুথে বিজেপির এমন হাতেগোনা ভোট দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক।                    

2/6

করিমপুরের ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩২ নম্বর বুথে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন ২টি। তৃণমূলের বিমলেন্দু সিনহা রায়ের পেয়েছেন ৭০৭টি ভোট। মোট বৈধ ভোট পড়েছে ৭৩৯টি। 

3/6

৩৩ নম্বর বুথে বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৮টি ভোট। ৬৩৪টি ভোট পেয়েছে তৃণমূল। বৈধ ভোট ৭৭৯। 

4/6

শুধু ওই দুটি বুথেই নয়। আরও কয়েকটি বুথে বিজেপির প্রাপ্ত ভোট এক অঙ্কের। ২১ নম্বর বুথে বিজেপি প্রার্থী পেয়েছেন ৭টি ভোট। ৯৪৩টি ভোট পেয়েছে ঘাসফুল শিবির। বৈধ ভোট ১০২৭টি। 

5/6

২৮ নম্বর বুথে বিজেপি ও তৃণমূলের ভোট যথাক্রমে ৮ ও ৭০১। বৈধ ভোট ৭৯৮টি। 

6/6

বিজেপি নেতৃত্বের অভিযোগ, ফলাফলেই স্পষ্ট কীভাবে  ভোট করিয়েছে শাসক দল।  শাসক দলের দাবি, এলাকাটি সংখ্যালঘু হওয়াতেই বিজেপি ভোট পায়নি।