West Bengal Election 2021: সিঙ্গুরে Srijan-র প্রচারে বাম লড়াইয়ে মুখ Minakshi

Apr 04, 2021, 00:08 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সেই সিঙ্গুর। ভোটের আগে আরও একবার হয়ে উঠেছে প্রাসঙ্গিক। শনিবার প্রধানমন্ত্রীও বলেছেন,'সিঙ্গুরবাসীকে ঠকিয়েছেন মমতা। শিল্প নেই। চাকরি নেই।' সিঙ্গুরেই সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্য। নন্দীগ্রামে ভোটপর্ব মেটার পর এ দিন তাঁর রোড শোয়ে যোগ দিলেন 'বাম লড়াই'য়ের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। 

2/5

১০ এপ্রিল সিঙ্গুরে ভোট। তার আগে এ দিন তরুণ মুখদের নিয়ে প্রচার সারলেন সৃজন ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন সৌরভ পালোধি ও নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী। 

3/5

নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর হেভিওয়েট লড়াইয়ের মাঝেই জায়গা করে নিয়েছেন মীনাক্ষী। যেভাবে মাটি কামড়ে পড়েছিলেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। জোটের অন্যতম 'পোস্টার গার্ল' হয়ে উঠেছেন মীনাক্ষী। তাঁর সঙ্গে আর এক তরুণ মুখ সৃজন। সিঙ্গুরের যুবকদের মন জয়ে তারুণ্যেই ভরসা করছে বামেরা।    

4/5

সৃজন এ দিন বলেন, 'সিঙ্গুর, নন্দীগ্রামের মানুষের মন আমরা জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কুমিরের কান্না না কেঁদে বুদ্ধবাবুর কাছে গিয়ে ক্ষমা চান।'

5/5

এ দিন সিঙ্গুরে সংযুক্ত মোর্চার প্রচারে দেখা গিয়েছে অভিনেতা বাদশা মৈত্রকেও।