Rachana Banerjee: ঠিক যেন চাল-ডাল-আলু! গ্যালন নয়, কুইন্টাল-কুইন্টাল DVC-র জলে বন্যার ওজন মাপলেন রচনা...
West Bengal Flood Situation: একের পর এক বেফাঁস কথা বলে সমালোচনার মুখে রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বলাগড়ে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে সেরকমই বিতর্কিত কথা বললেন তৃণমূলের সাংসদ। হুগলির সাংসদ এদিন বলেন...
1/7
রচনা বন্দ্যোপাধ্যায়
বিধান সরকার: বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা মিলনগর, চর, খয়রামারি -সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন সাংসদ। ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে রচনা বলেন, 'যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলবো না। উনি আমাদের গুরুজন।'
2/7
রচনা বন্দ্যোপাধ্যায়
'সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় বেরিয়ে পড়েছে। আর ওনারা বলছে, জানিয়ে পাঠিয়েছেন। সত্যিটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই। বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন,ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে। কেন্দ্র করেনি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন।'
photos
TRENDING NOW
3/7
রচনা বন্দ্যোপাধ্যায়
4/7
রচনা বন্দ্যোপাধ্যায়
5/7
রচনা বন্দ্যোপাধ্যায়
6/7
রচনা বন্দ্যোপাধ্যায়
7/7
রচনা বন্দ্যোপাধ্যায়
photos