ফেক নিউজ ধরতে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রাজ্য সরকারের, দেখলেই 'ব্যবস্থা'

Feb 23, 2019, 19:15 PM IST
1/5

সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য রাজ্যে এবার তৈরি হল সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল। রাজ্যে প্রথম এধরনের কোনও সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল তৈরি হল।  

2/5

 আজ নবান্নে এই সেল গঠন করা হল। সোশ্যাল মিডিয়ায় মনিটরিংয়ের জন্য একইসঙ্গে জেলায় জেলায় সেল গঠন করা হল।  ২৪ ঘন্টা কাজ করবে এই সেল। 

3/5

১০ জনকে নিয়ে গঠিত এই সেলের কাজ হবে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজর রাখা। কাজটা যে বেশ কঠিন তা স্বীকার করে নিয়েছেন রাজ্য প্রশাসনের এক পদস্থ আধিকারিক।

4/5

কোথাও অপ্রীতিকর বা জনজীবনে কুপ্রভাব পড়তে পারে, এমন পোস্ট দেখলেই ব্যবস্থা নেবে এই সেল। গুজব ছড়ানো থেকে শুরু করে ফেক নিউজ, সব বিষয়েই নজরদারি চালাবে এই সেল।

5/5

অন্যদিকে, এই সেল গঠনের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "সোস্যাল মিডিয়াতে নজরদারি ভালো কাজ। তবে সরকারের সমালোচনা করলে, তাকে গ্ৰেফতার করতে হবে, এটা খুব খারাপ কাজ।'