গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ মমতা প্রশাসনের

Feb 24, 2019, 11:18 AM IST
1/10

গুজবে দমন

Kashmir_1

গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে গ্ৰেফতার এর নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিস সুপারদের তিনি এই নির্দেশ দিয়েছেন। 

2/10

গুজবে দমন

Kashmir_2

একই নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মারও। তিনি আজ আলিপুর বডি গার্ড লাইনে কলকাতা র সব ওসি ও‌ ডিসিদের নিয়ে বৈঠক করেন।

3/10

গুজবে দমন

Kashmir_3

গুজব ছড়ানো দমন করতে কড়া পদক্ষেপ করছে মমতার প্রশাসন। কী কী পদক্ষেপ করা হচ্ছে?

4/10

গুজবে দমন

Kashmir_4

বাড়ি বাড়ি লিফলেট বিলি হবে।

5/10

গুজবে দমন

Kashmir_5

মাইকে প্রচার চালানো হবে।

6/10

গুজবে দমন

Kashmir_6

এলাকায় নতুন লোক নজরে এলে থানায় জানানোর জন্য অনুরোধ করা হবে

7/10

গুজবে দমন

Kashmir_7

জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিস লিয়াজো করে চলবে

8/10

গুজবে দমন

Kashmir_8

স্থানীয় ক্লাবের সঙ্গে নিয়ে কাজ করতে হবে

9/10

গুজবে দমন

Kashmir_9

গুজব ছড়ালে সঙ্গে সঙ্গে গ্ৰেফতার করতে হবে

10/10

গুজবে দমন

Kashmir_10

কাশ্মীরের মানুষের ওপর আক্রমণ হচ্ছে কিনা তার নজর রাখা এবং হলে দ্রুত কড়া ব্যবস্থা গ্রহণ করবে পুলিস