মন্দারমণিতে তিমি! কীভাবে মৃত্যু বিশালকার 'প্রশান্তমহাসাগরীয়' তিমির? জানালেন বিশেষজ্ঞরা

Jun 29, 2020, 14:10 PM IST
1/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

অধীর রায় : মন্দারমনিতে তিমি! না কোনও গাঁজাখুরি গল্প নয়। বাস্তব। মন্দারমণির সমুদ্রসৈকতে ক্যামেরাবন্দি হল তিমি।  

2/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

লম্বায় প্রায় ৩৫ ফিট, চওড়ায় ১০ ফিট! বিশালাকার একটি মৃত তিমির দেখা মিলল মন্দারমণিতে ।   

3/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

এটি হাম্পব্যাক প্রজাতির তিমি বলে জানা গিয়েছে। খানিকটা ব্যাঙাচির মতো দেখতে তিমিটি।   

4/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

৩৫ ফিট লম্বা, ১০ ফিট চওড়া হাম্পব্যাক প্রজাতির বিশালাকার তিমিটি ওজনে প্রায় দেড় টন।  

5/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন ধরনের তিমি এর আগে কখনও উপকূলে দেখা যায়নি।   

6/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

এমনকি তাঁদের মতে, এই ধরনে তিমি বঙ্গোপসাগরেও সচরাচর দেখা যায় না ।   

7/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

সাধারণত প্রশান্ত মহাসাগরে এই ধরনের তিমির দেখা মেলে। এখন মন্দারমণিতে সেই তিমি কীভাবে এল? সেটাই বিস্ময়!  

8/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

দিঘার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়র তরফে প্রাথমিকভাবে বলা হয়েছে, খাদ্যাভাবেই হয়তো উপরের দিকে উঠে এসেছে তিমিটি।   

9/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

পাশাপাশি, ট্রলার, জাহাজ তেমন না চলায় সমুদ্র এখন দূষণমুক্ত।   

10/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

এছাড়া গভীর সমুদ্রে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগও তিমির উপরে উঠে আসার কারণ হয়ে থাকতে পারে।   

11/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক প্লেটের কম্পনের ফলেও তিমিটি উঠে আসতে পারে বলে মনে করছে দিঘা সায়েন্স সেন্টার।   

12/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

প্রসঙ্গত, ২০১২ সালে দিঘা মোহনার সৈকতে মৃত নীল তিমি এসে ঠেকেছিল।   

13/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দিঘা শাখা তার কঙ্কাল সংরক্ষণ করেছে।   

14/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

এটিও সংরক্ষণ করা হতে পারে বলে সূত্রের খবর।   

15/15

Whale in Mandarmani

Whale in Mandarmani

এর আগে ১৯৯৬ সালে একবার একটি বড় মাপের তিমি উঠেছিল মন্দারমণিতে।