WhatsApp payment চালু ভারতে, জেনে নিন ব্যবহারের পদ্ধতি

Nov 06, 2020, 12:18 PM IST
1/7

National Payments Corporation of India (NPCI) এর অনুমতী পাওয়ার পর অবশেষে ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতে WhatsApp Payment।

2/7

কীভাবে আপনি ব্যবহার করবেন WhatsApp payment?

3/7

প্রথমে অবশ্যই আপডেট করুন। এরপর  অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে স্ক্রিনের ডানকোনে থাকা তিনটি ডট-য়ে। 

4/7

সেখানে গিয়ে, Payments > Add payment method   

5/7

এখানেই ব্যঙ্কের তালিকা পেয়ে যাবেন। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেটি সিলেক্ট কররুন। যে নম্বর নথিভুক্ত আছে সেখানে যাচাই করার জন্য এসএমএস আসবে। 

6/7

যাচাই পর্ব শেষ হলে, UPI pin নথিভুক্ত করুন। 

7/7

টাকা পাঠানোর সময়, অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করুন। সেখানে পেমেন্টে গিয়ে টাকার অ্যামাউন্ট লিখে ইউপিআই পিন দিলেই পেমেন্ট করতে পারবেন।