প্রথম প্রধানমন্ত্রী হিসেবে হাজির হলেন মোদী, দাউদি বোহরা বলতে কাদের বোঝায়?

Sep 14, 2018, 23:59 PM IST
1/6

দাউদি বোহরা কারা?

dd_6

বোহরা সম্প্রদায়ের মাঝে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারা এই দাউদি বোহরা?

2/6

দাউদি বোহরা কারা?

dd_5

শিয়া ইসলামের একটি সম্প্রদায় দাউদি বোহরা। তাঁরা মূলত ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। বেশিরভাগই বেশ সম্ভ্রান্ত।

3/6

দাউদি বোহরা কারা?

dd_4

৫০০০০০ বোহরা সম্প্রদায়ের লোক রয়েছেন রয়েছেন ভারতে। এছাড়া পাকিস্তান, ইয়েমেন, পূর্ব আফ্রিকাতেও থাকেন দাউদি বোহরা সম্প্রদায়। 

4/6

দাউদি বোহরা কারা?

dd_3

দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মীয় নেতা সায়েদনা মহম্মদ বুরহানউদ্দিনের গত জানুয়ারিতে প্রয়াত হন। তাঁর জায়গায় আসেন ছেলে সায়েদনা মুফাদ্দল সইফুদ্দিন। .

5/6

দাউদি বোহরা কারা?

dd_2

ফাতিমিদ দাওয়াতের ইসমাইলি ইসলামের সাতটি স্তম্ভ অনুসরণ করেন দাউদি বোহরা সম্প্রদায় - বিশ্বাস, স্বচ্ছ শরীর ও মন, প্রার্থনা, জাকাত, উপবাস (রমজান), হজ ও জিহাদ (ধর্ম রক্ষা)।   

6/6

দাউদি বোহরা কারা?

dd_1

দাউদি বোহরা সম্প্রদায়ের 'আসারা মুবারকা' অর্থাত্ ইসলামি ক্যালেন্ডারের প্রথম ১০ দিন। এই ১০দিন পয়গম্বর মহম্মদ ও তাঁর পরিবারকে সমর্পিত করেন তাঁরা।