Doctor's White Coat: কেন সাদা কোট-ই পরেন ডাক্তাররা? ৫ বৈজ্ঞানিক কারণ...

Why Doctors wear white coat: উনিশ শতক থেকেই এই সাদা কোট পরার পরম্পরার শুরু।

Sep 18, 2024, 15:15 PM IST
1/5

ডাক্তারদের সাদা কোট

Why Doctors wear white coat

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডাক্তার থেকে নার্সিং স্টাফ, সাদা কোট পরে দেখা যায় সবাইকেই। কিন্তু কেন তাঁরা এই রঙের পোশাক পরেন? চলুন জেনে নেওয়া যাক-

2/5

ডাক্তারদের সাদা কোট

Why Doctors wear white coat

আসলে সাদা কোটকে চিকিৎসা পেশার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। উনিশ শতক থেকেই এই পরম্পরার শুরু। 

3/5

ডাক্তারদের সাদা কোট

Why Doctors wear white coat

কিন্তু কেন সাদা রংকেই বেছে নেওয়া হয়? আসলে সাদা রংয়ের কোটে রক্ত ​​ও রাসায়নিকের ছাপ সহজেই দেখা যায়। ফলে রোগী থেকে চিকিৎসক ও অন্যান্য মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমে। 

4/5

ডাক্তারদের সাদা কোট

Why Doctors wear white coat

সাদা কোট পরিচ্ছন্নতার প্রতীক। ডাক্তাররাও বিশ্বাস করেন যে সাদা কোট ৭০ শতাংশ ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ করে। 

5/5

ডাক্তারদের সাদা কোট

Why Doctors wear white coat

ওদিকে প্রবীণরা মনে করেন সাদা রং বুদ্ধিমত্তার প্রতীক। ডাক্তাররা যখন সাদা কোট পরেন, তখন রোগীরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভরসা পান।