1/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
2/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
photos
TRENDING NOW
3/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
4/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
5/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
রামকৃষ্ণণ বলছিলেন, ''ভারতে বলিউড তারকা ও ক্রিকেট স্টারদের প্রচার সর্বত্র। যে কোনও ব্র্যান্ড তাঁদের এই প্রচারটাকে প্রাধান্য দেয়। এর আসল কারণ হল মিডিয়া কভারেজ। দেশের প্রায় সব মিডিয়া রোজ বিরাট, রোহিতদের নিয়ে কিছু না কিছু দেখায়, লেখে। কিন্তু রোজ মিতালিদের নিয়ে কিছু প্রকাশ পায় না। প্রচারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ভারতের মহিলা ক্রিকেটাররা।''
6/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ''ব্যাডমিন্টন, টেনিসের মতো খেলায় কিন্তু এতটা বৈষম্য নেই। সেখানে সাইনার সঙ্গে সঙ্গে শ্রীকান্তও জায়গা করে নেয়। ফলে প্রচারের ক্ষেত্রে দুজনেই সমান প্রাধান্য পায়। ক্রিকেটে সেটা হয় না। এখানে শুধু ভারতের পুরুষ দলের প্রচার চলে। সংবাদমাধ্যমের উপরই সবটা নির্ভর করছে। তাঁরা প্রচার দিলে মিতালি, হরমনপ্রিতদের উপর নজর পড়তে বাধ্য।''
7/7
বিরাটদের জন্য ভুরি ভুরি বিজ্ঞাপন
photos