মারাদোনা কেন দু'হাতে একই ঘড়ি পড়েন? জানেন?

| Oct 25, 2018, 13:35 PM IST
1/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

1

তিনি শৌখিন। দামি ঘড়ি, সানগ্লাস, জামা-কাপড় তাঁকে আকর্ষণ করে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা অবশ্য দামি হাতঘড়ির প্রতি একটু বেশিই দুর্বল। 

2/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

2

অনেক সময় অনেক জায়গাতেই দেখা গিয়েছে, দুই হাতে একই ঘড়ি পরে রয়েছেন মারাদোনা। কেন এমন করেন তিনি? অনেকে বলেন, এটা তাঁর স্টাইল। কিন্তু তাঁর এমন স্টাইলের পিছনে কারণ রয়েছে।

3/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

3

কিছু ক্ষেত্রে ঘড়ি কোম্পানির বিজ্ঞাপনী প্রচার করেন মারাদোনা।তবে তাঁর দুই হাতে ঘড়ি পরার আসল কারণ অন্য। 

4/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

4

আসলে মারাদোনা বছরের বেশিরভাগ সময়ই ট্র্যাভেল করেন। সেক্ষেত্রে যেখানে থাকেন সেখানকার স্থানীয় সময় হাতের একটা ঘড়িতে দেখেন তিনি। 

5/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

5

শুধুমাত্র স্থানীয় সময় দেখলে আবার মারাদোনার চলে না। তিনি আলাদা করে আর্জেন্টিনার সময়ের খোঁজও রাখেন। আর তাঁর অন্য হাতের ঘড়িটা সব সময় আর্জেন্টিনার সময়ই দেখায়। 

6/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

6

দামি গাড়ি থেকে শুরু করে কানে হিরের দুল। মারাদোনা জীবনযাপন কিন্তু বেশ রাজকীয়। এমন মানুষের হাজারো শখ থাকবে সেটাই তো স্বাভাবিক। আর আর্জেন্টাইন তারকার ঘনিষ্ঠমহল জানে, মারাদোনা কোনওদিনই মিতব্যয়ী ছিলেন না। বরং নিজেকে স্টাইলিশ করে তুলতে তিনি বেশ খরচ করেন।

7/7

দুই হাতে ঘড়ি মারাদোনার

7

আপাতত বাঁতের ব্যথায় কাবু মারাদোনা। ডাক্তারদের বক্তব্য, তাঁর অস্ত্রোপচার হবে। কিন্তু কবে হবে সেই অস্ত্রোপচার? তা নিয়ে কোনও সঠিক তথ্য নেই। চিকিত্সকরা বলছেন, অস্ত্রোপচারের সিদ্ধান্ত মারাদােনাকেই নিতে হবে। খবর যা, আপাতত মারাদোনা নাকি ভাল করে হাঁটতেও পারছেন না।