WhatsApp payment-এর মাধ্যমে টাকা পাঠালে অতিরিক্ত ফি লাগবে? জানালেন জুকারবার্গ

Nov 06, 2020, 13:36 PM IST
1/6

ফেসবুকের সিইও, মার্ক জুকারবার্গ জানিয়েছেন  হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চিঠির পরে এক বিবৃতি জানিয়েছে ফেসবুক।

2/6

সিইও বলেছেন, এই মোডটি ১৪০ টিরও বেশি ব্যাঙ্কের সঙ্গে কাজ করবে।  

3/6

জুকারবার্গ বলেন,"এখন আপনি বার্তা প্রেরণের মতোই সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে টাকা পাঠাতে পারবেন। কোনও ফি লাগবে না"।

4/6

ইউপিআই পিন তৈরি করে নির্দিষ্ট ব্যাঙ্কের  ডেবিট কার্ডের সঙ্গে সেট আপ করতে পারেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। 

5/6

National Payments Corporation of India (NPCI) এর অনুমতী পাওয়ার পর অবশেষে ভারতে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতে এসেছে WhatsApp Payment।

6/6

টাকা পাঠানোর সময়, অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করুন। সেখানে পেমেন্টে গিয়ে টাকার অ্যামাউন্ট লিখে ইউপিআই পিন দিলেই পেমেন্ট করতে পারবেন।