Durga Puja 2024: 'We Want justice', কালো পোশাক পরে দেবী-বরণ মহিলাদের! পুজোতেও অভিনব প্রতিবাদ...

Oct 08, 2024, 17:49 PM IST
1/7

প্রদ্যুত্‍ দাস: মুখে কালো কাপড়, গায়ে কালো পোশাক। আর মাথায়  'We Want justice' লেখা হেয়ার ব্যান্ড! এই সাজেই এবছর দেবী-বরণ। জলপাইগুড়িতে পুজোর মধ্যেও আরজি কাণ্ডের প্রতিবাদ জারি রাখলেন মহিলারা।  

2/7

 রাত পোহালেই দেবীর বোধন। পুজো যেমন হচ্ছে, তেমনি চলছে প্রতিবাদও।  

3/7

 জলপাইগুড়ি শহরের বর্ধিত মোহন্ত পাড়ার দুর্গাপুজোটি মহিলা পরিচালিত।  

4/7

যাবতীয় দায়িত্ব সামলান মহিলারা। প্রতিবছর বেশি জাকজমক করেই পুজো হয়। 

5/7

এবার পরিস্থিতি আলাদা। পুজো কমিটির সদস্য়া পিয়ালী গুহরায় বলেন, 'আমাদের তিলোত্তমা এখনও বিচার পাইনি। তাই এবছর জাঁকজমকহীনভাবে পুজোর  আয়োজন করা হয়েছে'।

6/7

গতকাল সোমবার রাতে শহরে মৌন প্রতিবাদ মিছিল করে মণ্ডপে প্রতিমা আনেন জলপাইগুড়ির বর্ধিত মোহন্ত পাড়ার পুজো উদ্যোক্তারা।  

7/7

এরপর প্যান্ডেল রীতিমতো দেবী বরণ অনুষ্ঠানেও অংশ নেন স্থানীয় মহিলারা। তাঁদের পরনে ছিল কালো পোশাক। মুখে কালো কাপড়, সঙ্গে মাথায়  'We Want justice'।