দেড়শো বছর আগে ভাবনার শুরু, বদলে-যাওয়া আবহাওয়ার জন্য এখন প্রতিদিনই উদ্বিগ্ন পৃথিবী...

World Meteorological Day 2023: আগে আবহাওয়া ছিল গল্পগাছা শুরু করার একটা রাস্তা। তবে এখন আর তা নেই। এখন আবহাওয়া আবশ্যিক এক ব্যাপার। তাই এখন মানুষ নিত্যদিন আবহাওয়ার খবর নিয়ে অতিরিক্ত সচেতন থাকেন।

| Mar 23, 2023, 14:46 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগে আবহাওয়া ছিল গল্পগাছা শুরু করার একটা রাস্তা। তবে এখন আর তা নেই। এখন আবহাওয়া একটা আবশ্যিক ব্যাপার। খামখেয়ালি আবহাওয়ার জেরে জনজীবন বিপর্যস্ত। তাই এখন মানুষ নিত্যদিন আবহাওয়ার খবর নিয়ে এত বেশি উদ্বিগ্ন থাকেন। আবহাওয়া বিষয়টি অবশ্য আজ বলে নয়, বহুদিনই খুব জরুরি একটা ব্যাপার বলে স্বীকৃত।

1/6

বিশ্ব আবহাওয়া দিবস

এতই জরুরি যে, আজকের দিনটি এই ২৩ মার্চ প্রতিবছর   বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) দিবস হিসেবে পালিত হয়। 

2/6

আবহাওয়ার খামখেয়ালিপনা

১৯৫০ সালের ২৩ মার্চ World Meteorological Organization স্থাপিত হয়। 

3/6

প্রতিবছর ২৩ মার্চ

এই প্রতিষ্ঠা দিনটির স্মরণেই প্রতিবছর ২৩ মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস রূপে পালিত হয়।

4/6

ভবিষ্যতের আবহাওয়া

এ বছর বিশ্ব আবহাওয়া দিবসের থিম হল -- 'The Future of Weather, Climate and Water across Generations'৷ 

5/6

ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল ডে'র উদযাপন

এ বছরের ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল ডে'র উদযাপন WMO বা ওয়ার্ল্ড মেটিওরেলজিক্যাল অর্গানাইজেশনের ১৫০ বছর পূর্তির উদযাপন-বছর। এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৮৭৩ সালে। তখন শিল্পের কারণে পরিবেশের দূষণ সব শুরু হয়েছিল। 

6/6

দেড়শো বছর আগে

নিয়মিত বদলে যাচ্ছে আবহাওয়ার ধরন। মানুষ প্রথম আবহাওয়া নিয়ে সচেতন হয়েছিল দেড়শো বছর আগে। কেননা, আজ যে উন্নয়নের জেরে এত সমস্যার মুখোমুখি মানুষ তার শুরুটা সেই সময়েই। তার পর থেকে আবহাওয়া নিয়ে মানুষ উত্তরোত্তর সচেতন ও সন্ধানী ও উদ্বিগ্ন হয়েছে।