1/5
2/5
১৯৭৩ সালে দেশে মাত্র ৯টি ব্যাঘ্র প্রকল্প ছিল। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। জঙ্গলের ভারসাম্য বজায় রাখতে বাঘের গুরুত্ব অপরিসীম। খুব সহজ করে বললে, বাঘ না থাকলে হরিণ ও অন্যান্য তৃণভোজীদের সংখ্যা মাত্রারিতিক্ত হারে বেড়ে যেত। আর তার ফলে তাদের খাদ্যাভাব হত। তার ফলে জঙ্গল ছেড়ে লোকালয়ে কৃষিক্ষেতে হানা দিত তৃণভোজী বন্য প্রাণীরা।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos