ধরুন চিনই করোনার ভ্যাকসিন বাজারে আনল, কিনবেন? উত্তরে যা বললেন ট্রাম্প

Jul 22, 2020, 16:28 PM IST
1/5

এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের ট্রেড ওয়ারের জেরে সম্পর্ক খুব একটা ভাল নয়। তার উপর করোনা পরিস্থিতির পর কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়ে গিয়েছে চিন।   

2/5

প্রকাশ্যেই বার বার করোনার জন্য চিনকে দায়ী করেছেন ট্রাম্প। সেই ট্রাম্পকেই প্রশ্ন করা হল, "চিন যদি করোনার ভ্যাকসিন আনে বাজারে, নেবেন?"

3/5

প্রশ্ন শুনে উত্তর দিতে অবশ্য বেশি দেরি করেননি ট্রাম্প। বলেন, "করোনার ভ্যাকসিন যেই আনুক না কেন, তার সঙ্গে কাজ করতে আমরা রাজি আছি।"

4/5

সেই সঙ্গে করোনা ভ্যাকসিনের ডেভলপমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে পিছিয়ে নেই, সে কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, "আমাদের ভ্যাকসিন গবেষণা ও চিকিত্সা পদ্ধতি অনেকটাই এগিয়েছে। যত দ্রুত বাজারে ভ্যাকসিন আনা যায় সেটাই লক্ষ্য।"

5/5

প্রসঙ্গত ওয়ার্ল্ডোমিটারে বুধবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কোভিড পজিটিভের সংখ্যা ৪০ লক্ষেরও বেশি। প্রাণ হারিয়েছেন প্রায় ১ লক্ষ ৪৫ হাজার মানুষ।