WT20: এই ৭ ভুলেই ভরাডুবি টিম ইন্ডিয়ার, লজ্জার হারের নেপথ্যের ব্যাখ্যা কী?

Oct 25, 2021, 00:15 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: সকালটা বলে দেয় বাকি দেন কেমন যাবে। দুবাইয়ে বিরাটের টস হারাটা ফ্যাক্টর হয়ে দাঁড়াল। অধিনায়ক নিজেও চেয়েছিলেন টসে জিতে আগে বোলিং। মাঠে শিশির সমস্যার কারণে শেষে বল করতে চাননি বিরাট।

2/7

শুরুই ব্যর্থ দুই ওপেনার। শাহিন আফ্রিদি তুলে নেন কেএল রাহুল ও রোহিত শর্মাকে। ৬ রানের মাথায় দুই ওপেনার খুঁইয়ে ফেলে ভারত। 

3/7

প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন বিরাট ও সূর্যকুমার। পরে যোগ দেন ঋষভ পন্থ। কিন্তু শুরুর ওভারের ধাক্কায় রানের গতি আর তেমন বাড়েনি। 

4/7

আবারও দায়িত্বজ্ঞানহীন ব্যাট করলেন ঋষভ পন্থ। রানের গতি বাড়ানোর যখন দরকার ছিল তখন অহেতুক শট মারলেন। 

5/7

রবীন্দ্র জাডেজা নামলেন হার্দিক পান্ডিয়ার আগে। ১৩ বলে মাত্র ১৩ রান করলেন জাড্ডু। কেন পান্ডিয়ার আগে জাডেজা অগ্রাধিকার পেলেন তা বোঝা গেল না। আগে নামলে বেশি বল খেলার সুযোগ পেতেন পান্ডিয়া। টিম ম্যানেজমেন্টের এটা ভুল সিদ্ধান্ত।

6/7

শেষ ওভারে যে গতিতে রান তোলার দরকার ছিল তা হয়নি। শেষ ৫ ওভারে ওঠে মাত্র ৪১ রান। হাত খুলতে পারেননি বিরাটরা। ফলে ১৫১ রানই উঠেছে বোর্ডে। 

7/7

১৫২ রানের লক্ষ্য টি-২০ ক্রিকেটে তুচ্ছ। কিন্তু ভারতীয় বোলাররা ন্যূনতম লড়াই দিতে পারলেন না। ইচ্ছে মতো শট মারলেন রিজওয়ান ও বাবর আজম। ১০ উইকেটে জিতল পাকিস্তান।