এক ধাক্কায় ১,০০০ টাকা কমে গেল Xiaomi-র ফোনের দাম

Nov 16, 2018, 16:27 PM IST
1/5

এক ধাক্কায় কমল শাওমি ফোনের দাম। শুক্রবার ৩টি ফোনের দাম কমাোনর কথা ঘোষণা করেছে চিনা সংস্থা। Xiaomi A2 ও Xiaomi Y2 ও Xiaomi Redmi Note 5 Pro-এর দাম কমিয়েছে সংস্থা। ফোনগুলির সমস্ত ভ্যারিয়েন্টের দাম ১,০০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে শাওমি। 

2/5

গত ৫টি ত্রৈমাসিক ধরে টানা দেশের ১ নম্বর ফোন বিক্রেতার শিরোপা পেয়েছে শাওমি। সেই খুশি গ্রাকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোনের দাম কমানোর সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে। 

3/5

এর ফলে রেডমি নোট ৫ প্রো-র ৪ জিবি/৬৪ জিবি ভার্সেনর দাম ১৪,৯৯৯ টাকা থেকে কমে হল ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি/৬৪ জিবি ভার্সনের দাম হল ১৫,৯৯৯ টাকা। 

4/5

দাম কমেছে Xiaomi A2-রও। ৪ জিবি/৬৪ জিবির দাম হয়েছে ১৫,৯৯৯। ৬ জিবি/১২৮ জিবি ভার্সনের দাম হয়েছে ১৮,৯৯৯ টাকা। 

5/5

Xiaomi Y2-র ৪ জিবি/৬৪ জিবির দাম ১২,৯৯৯ থেকে কমে হয়েছে ১১,৯৯৯ টাকা।