ভারতে Bike প্রেমীদের জন্য লঞ্চ হল রেট্রো লুকের Yamaha FZ-X, দাম সাধ্যের মধ্যে

Jun 18, 2021, 15:38 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হল Yamaha FZ-X। এটি কমফর্টেবল neo-retro bike। কোম্পানির দাবি, হাই রোডে বিশেষ করে লং ড্রাইভের জন্য একেবারে আদর্শ এই বাইক। পুরোনো ধাঁচে নতুন ফিচারে ভরপুর  Yamaha FZ-X। অনলাইনে বাইকটি কিনলে পেয়ে যাবেন Yamaha G-SHOK ঘড়ি। নতুন জেনারেশনের বাইককে টেক্কা দিতে সক্ষম Yamaha-র নতুন বাইক, দাবি সংস্থার। 

2/10

এই বাইকে রয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন। সিঙ্গল সিলিন্ডার। সঙ্গে থাকছে ফোর স্ট্রোক ও ২- ভালভ। 

3/10

The Bosch single-channel ABS  সঙ্গে  থাকছে Front disc-brake। পিন পয়েন্ট ব্রেকিং এর সঙ্গে সুপার স্টেবিলিটি রয়েছে। 

4/10

দুজনের সিট রয়েছে, সেটি আরামদায়ক বলে দাবি   Yamaha-র।

5/10

Block pattern Tyre রয়েছে Yamaha FZ-X বাইকে। ব্যস্ত রাস্তা হোক বা হাইরোড সব প্রতিকূলতা সইতে পারবে এই টায়ার। পাশাপাশি ভেজা রাস্তাতেও স্কিট করার সম্ভাবনা নেই বলে দাবি বাইক নির্মাতা সংস্থার। 

6/10

এই বাইকে Telescopic suspension সঙ্গে থাকছে  front fork boots।

7/10

বাইকে থাকছে BI-FUNCTIONAL LED Head light সঙ্গে DRL।  ফলে রাতের অন্ধকার হোক বা কুয়াশা বাইক চালাতে সুবিধা হবে। 

8/10

Sleek LED Tail Light রয়েছে। পিছনের জন যাতে ভালভাবে ধরে বসতে পারে তার জন্য থাকছে গ্র্যাব হ্যান্ডেল।

9/10

বাইকে রয়েছে স্টাইলিশ LCD instrument screen।

10/10

Yamaha FZ-X-পেয়ে যাবেন ৩টি রঙে, ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু। ভারতে বাজারে দাম ১ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।