খাস Kolkata-য় রাতের অন্ধকারে কুকুরদের 'ধর্ষণ' যুবকের!

Dec 29, 2020, 15:03 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ঘটল এক ন্যক্কারজনক ঘটনা। দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে এলাকার কুকুরদের 'ধর্ষণ' করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। 

2/5

অভিযোগ, রঞ্জন বাড়ুই নামে ২৬ বছরের ওই যুবক দীর্ঘদিন ধরে বাড়িতে কুকুর  নিয়ে এসে যৌন নির্যাতন চালাচ্ছিল। সোমবার রাতে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মানুষ ও পশুপ্রেমীরা। তারপরই পর্দাফাঁস হয় কুকীর্তির।

3/5

অভিযুক্তের ঘরে হানা দিতেই দেখা যায়, বিছানায় ছড়িয়ে পড়ে প্রচুর সিরিঞ্জ, ওষুধ। সেইসঙ্গে একটি কুকুরছানাও রয়েছে। এরপরই উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে অভিযুক্তকে।

4/5

অভিযুক্তের মুখে কালি লেপে দেয়। তার মাথায় ডিম ফাটায়। চলে উত্তমমধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিস। অভিযুক্ত রঞ্জন বাড়ুইকে  গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

5/5

পশুপ্রেমী সমক চ্যাটার্জি ও তিতাস মুখার্জির বক্তব্য, ইতিমধ্যেই এলাকায় ২০টি কুকুরের মৃত্যু হয়েছে। আরও কয়েকটি কুকুরের শরীরে যৌন নিপীড়নের চিহ্ন মিলেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।