ছয় ছক্কার আগে যুবরাজকে কী বলেছিলেন ফ্লিনটফ?

Sep 19, 2018, 17:21 PM IST
1/9

দেখতে দেখতে ১১টা বছর হয়ে গেল। আজই সেই ১৯ সেপ্টেম্বর (২০০৭), যে দিনে ছয় ছক্কার নজির গড়েছিলেন ভারতীয় তারকা যুবরাজ সিং।

2/9

যুবরাজই প্রথম ব্যাটসম্যান যিনি কোনও পেস বোলারের বিরুদ্ধে ছয় ছক্কা হাঁকিয়েছেন। 

3/9

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটিই ছিল প্রথম রেকর্ড, যেখানে কোনও বোলারের এক ওভারের পরপর ছটি ডেলিভারিতেই ছয় মেরেছেন কোনও ব্যাটসম্যান। 

4/9

খেলার ১৯ ওভারে ইংল্যান্ডের পেস ব্যাটারি স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধেই এই ছয় ছক্কার নজির গড়েছিলেন যুবরাজ।

5/9

স্টুয়ার্ট ব্রডের ওভার শুরুর আগে ব্রিটিশ অলরাউন্ডার ফ্লিনটফের সঙ্গে বাক যুদ্ধে জড়িয়ে ছিলেন যুবরাজ। আর তারপরই বিশ্ব ক্রিকেট দেখেছিল যুবরাজের শাসন।

6/9

উল্লেখ্য, ওই ম্যাচ ভারতই জিতেছিল। এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যুবরাজই।

7/9

ম্যাচ শেষে অনুষ্ঠান প্রদান মঞ্চে রবি শাস্ত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন, স্টুয়ার্ট ব্রডের ওভারের আগে ফ্লিনটফ তোমাকে কি বলেছিল?

8/9

জবাবে যুবরাজ জানিয়েছিলেন, “আন্তর্জাতিক মঞ্চে এমনটা হয়েই থাকে। ও (ফ্লিনটফ) একজন মহান অলরাউন্ডার। এটা খেলার অংশ। মাঠের বাইরে আমরা ভাল বন্ধু”।

9/9

পরে যুবরাজ জানিয়েছিলেন, ফ্লিনটফ তাঁর শট নিয়ে কথা বলছিলেন। ফ্লিনটফ যুবরাজের ব্যাটিংকে হাস্যকর বলেছিলেন। যা শুনে ফ্লিনটফকে F**k You -  বলেছিলেন যুবরাজ। এরপরই যুবরাজের জিভ উপড়ে নেওয়ার কথা বলেছিলেন ফ্লিনটফে। প্রত্যুত্তরে ব্যাট নিয়ে তাড়া করেছিলেন যুবরাজও।