1/9
জাকারিয়া গেলে কোথায় কী খাবেন, রইল সুলুকসন্ধান, জেনে নিন সব
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পবিত্র রমজান (Ramadan 2023) মাস চলছে এখন। আর এই সময়টায় কলকাতার ফুড ব্লগার থেকে শুর করে ইউটিউবার এবং অবশ্যই ফুড লাভার্সরা দলে দলে ছুটে আসেন যে জায়গায়, তার নাম জাকারিয়া স্ট্রিট (Zakaria Street)। নাখোদা মসজিদকে (Nakhoda Masjid) ঘিরে, রবীন্দ্র সরণি (Rabindra sarani) জুড়ে চিৎপুর এলাকা একেবারে জমজমাট। বিকেলের পর থেকে আলাদাই মৌতাত। গেলে মনে হবে যেন এখানে বিরাট ফুড ফেস্টিভাল চলে। আর খাওয়ারের চেয়ে বড় ধর্ম যে আর কিছুই হতে পারে না, তা এখানে আসলে ভীষণ ভালো ভাবে টের পাওয়া যায়। জাকারিয়া বললেই অ্যাডামস' কাবাব (Adam's Kabab), আল বাইক (Al Baik), তসকিন (Taskeen) ও দিল্লি সিক্সের (Dilli 6) নামগুলো ভেসে ওঠে। তবে এরকম অনেকেই আছেন, যাঁরা খেতে ভালোবাসেন কিন্তু রমজান মাসে কখনও জাকারিয়াতে ঢুঁ মেরে উঠতে পারেননি। দুর্দান্ত কাবাব থেকে শুরু করে হালিম হয়ে, নানা স্বাদের ব্রেড ও ডেজার্টের জন্য জাকারিয়াতে আসতেই হবে আপনাকে। জাকারিয়া গেলে কোথায় কী খাবেন, রইল সুলুকসন্ধান, জেনে নিন সব।
2/9
অ্যাডাম'স কাবাব
photos
TRENDING NOW
3/9
আল বাইক
4/9
দিলশাদ লজিজ কাবাব
5/9
তসকিন
6/9
দিল্লি সিক্স
7/9
সুফিয়া
8/9
হাজি আলাউদ্দিন সুইটস
9/9
জাকারিয়ার স্ট্রিট ফুড
এতো গেল ট্র্যাডিশনল ভাবে জাকারিয়ার স্ট্রিট ফুড ট্যুর। তবে এহেন ঐতিহ্য চাইলেই ভাঙতে পারেন। একেবারে রাস্তার খাবারেও কিন্তু ডুব দিতে পারেন। গলা ভেজানোর জন্য রুহ আফজা, মোহব্বত কা শরবত তো রয়েছেই। শিরমল, বাখরখানি মতো বিভিন্ন ব্রেড, লাচ্ছা পরোটা, নান, নানা স্বাদের হালুয়া, শাহি টুকরা আরামসে রাস্তার ধারের কোনও দোকান থেকে খেতেই পারেন। তবে হ্যাঁ, এখানে এসে কিন্তু ওই হাইজিন, অয়েলি ফুড, এই শব্দগুলো একেবারে মাথায় রাখলে চলবে না।
photos