কীভাবে চলছে গ্রাউটিং-এর কাজ! টানেলের ভিতরে সরেজমিনে জি ২৪ ঘণ্টা, দেখুন ছবি

Sep 02, 2019, 16:45 PM IST
1/5

বউবাজার এলাকায় টানেলে চলছে ড্রাউটিং মেটিরিয়াল ভরাটের কাজ। সিপিএফ মেসিন দিয়ে টানেলে তৈরি হওয়া শূন্যস্থানে ভরা হচ্ছে সিমেন্ট এবং কেমিক্যালের মিশ্রণ।

2/5

বিপত্তি ঠেকাতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বন্ধ টালেন বোরিং-এর কাজ। তবে এখন চলছে জলে সঙ্গে মাটির ধুয়ে বেরিয়ে আসা আটকানোর চেষ্টা। 

3/5

ফের যাতে কোনও বিপত্তি না হয় সে কারণে ভূগর্ভে টানেলের মুখে তৈরি করা হচ্ছে পাঁচিল। চলছে কংক্রিটের পাঁচিল তৈরির কাজ। 

4/5

কীভাবে চলছে গ্রাউটিং, টানেলে সরেজমিনে গিয়েছিল জি ২৪ ঘণ্টা। সুড়ঙ্গ রয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৪ মিটার নিচে। ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মীরা। তৈরি হয়েছে গোল চাকতি। উল্টোদিক থেকে যাতে মাটিগোলা জল ওপর দিকে না আসতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। 

5/5

শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ভেঙে যায় বউবাজার এলাকার টানেলের ওয়াটার পকে. তার জেরে ভারসাম্য হারিয়ে বসে যায় মাটি। জল, মাটি সমেত গ্রাউটিং মেটিরিয়ালও ঢুকে পড়ে ভেসে যায় টালেন। প্রায় ২দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সমস্ত জল বের করা যায়নি।