#ZeeMahaExitPoll: ছত্তীসগঢ়ে বৃহত্তম দল হতে চলেছে কংগ্রেস
Dec 07, 2018, 20:04 PM IST
1/8
মধ্যপ্রদেশের মতোই ছত্তীসগঢ়ে বুথফেরত সমীক্ষায় স্পষ্ট হল না জনাদেশ। #ZeeMahaExitPoll-এর রমন সিংয়ের রাজ্যে বৃহত্তম দল হতে চলেছে কংগ্রেস।
2/8
#ZeeMahaExitPoll অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ৪২টি আসন। ৪৩টি আসন পেয়ে বৃহত্তম দল হতে চলেছে কংগ্রেস। দুটি দলের কেউই পাচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠতা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মায়াবতী-অজিত যোগী। কিংমেকার হতে পারে এই জুটি।
photos
TRENDING NOW
3/8
আজতক-অ্যাক্সিস
বিজেপি ২৬, কংগ্রেস ৬০ ও অন্যান্যরা ৪।
4/8
টাইমস নাও
টাইমস নাও-এর সমীক্ষা অনুযায়ী, ৪৬টি আসনে জিতে সেখানে ক্ষমতায় আসতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৩৫টি আসন। ছত্তীসগঢ়ে এবার মায়াবতীর বহুজন সমাজ পার্টি ও অজিত যোগীর জনতা কংগ্রেস ছত্তীসগঢ়ের জোটের ৭টি আসন পাবার সম্ভাবনা রয়েছে। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।
5/8
নিউজ ১৮
সিএনএন নিউজ ১৮-এর সমীক্ষা অনুযায়ী ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। সেখানে বিজেপি পেতে পারে ৪০-৪২টি আসন। কংগ্রেস ৩২-৩৮টি আসন পেতে পারে। অন্যান্যদের দখলে যেতে পারে ৭ থেকে ১১টি আসন।
6/8
ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা আবার উলটো কথা বলছে। তাদের আবার দাবি, ছত্তীসগঢ়ে পতন হতে পারে রমন-রাজের। সেখানে এবার ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। তাদের সমীক্ষা অনুাযায়ী, বিজেপি ২১-৩১, কংগ্রেস ৫৫-৬৫ ও অন্যান্যরা ৪-৮টি আসন পেতে পারে।
7/8
এবিপি সিএসডিএস
বিজেপি ৫২, কংগ্রেস ৩৫ ও অন্যান্যরা ৩।
8/8
রিপাবলিক-জন কি বাত
বিজেপি ৪০-৪৮ কংগ্রেস ৩৭-৪৩, বসপা ৫-৬ ও অন্যান্যরা ০-১।