নিউ জিল্যান্ডকে গোলের মালা পরিয়ে অলিম্পিক টেস্ট ইভেন্টস জিতল ভারতীয় দল

ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল করেন হরমনপ্রিত।

Updated By: Aug 21, 2019, 06:01 PM IST
নিউ জিল্যান্ডকে গোলের মালা পরিয়ে অলিম্পিক টেস্ট ইভেন্টস জিতল ভারতীয় দল

নিজস্ব প্রতিবেদন : এর আগে নিউজিল্যান্ডের কাছেই হেরেছিল ভারতীয় দল। তাই এদিন জয়ের পরই প্রতিশোধের প্রসঙ্গ উঠে এল। রাউন্ড রবিন লিগ পর্যায় ভারতীয় দলকে ২-১-এ হারিয়েছিল নিউ জিল্যান্ড। সেই হারের বদলা নিয়ে ফেললেন হরমনপ্রিত সিংয়ের দল। নিউজিল্যান্ডকে গোলের মালা পরিয়ে অলিম্পিক টেস্ট ইভেন্টস জিতল ভারতীয় হকি দল। কিউয়িদের পাঁচ গোল দিল ভারতীয় দল।

আরও পড়ুন-  টেস্ট সিরিজ শুরুর আগে বিচ পার্টিতে বিরাট ব্রিগেড

টোকিওয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গোল করেন ক্যাপ্টেন হরমনপ্রিত সিং, শামশের সিং, নীলকান্ত শর্মা, গুরশাহিবজিত সিং ও মণদীপ সিং। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল করেন হরমনপ্রিত।  এর পরই ১৮ মিনিটে দ্বিতীয় ও ২৩ মিনিটে তৃতীয় গোল হয়। তার পর আর ম্যাচে ফিরতে পারেনি নিউ জিল্যান্ড। এদিন জয়ের পর ক্যাপ্টেন হরমনপ্রিত বলেন, ''ম্যাচের শুরুতেই আমরা বেশ কিছু সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পেরেছি। গোটা দল ভাল খেলেছে। এর আগে আমরা নিউ জিল্যান্ডের কাছে হেরেছি। তবে সেই হারের পর আমরা নতুন করে প্রস্তুতি নিয়েছি। নিজেদের ভুল-ত্রুটি শুধরে ফিরে এসেছি। ফাইনাল ম্যাচ কঠিন হবে বলে ভেবেছিলাম। তবে আমরা শুরু থেকেই কতৃত্ব বজায় রেখে খেলেছি।''

.