ওয়াডার ঘোষণায় ১০৭ জন অ্যাথলিট অলিম্পিকের বাইরে

ডোপিংয়ের অভিযোগে ১০৭ জন অ্যাথলিট অংশ নিতে পারছেন না লন্ডন অলিম্পিকে। মঙ্গলবার এই ঘোষণা করেছেন ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডার সভাপতি জন ফাহে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে লাগাতার খেলোয়ারদের ওপর নজরদারি চালিয়ে গেছে ওই সংস্থাটি। বেশ কিছুদিন থেকেই লন্ডন অলিম্পিকের দৌড়ে থাকা খেলোয়ারদের সতর্ক করছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা। সংস্থার সভাপতি জন ফাহে জানিয়েছিলেন, যেসব অ্যাথলিট নিষিদ্ধ ওষুধের সেবন করছেন  তাঁরা আগেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিক।

Updated By: Jul 25, 2012, 11:24 PM IST

ডোপিংয়ের অভিযোগে ১০৭ জন অ্যাথলিট অংশ নিতে পারছেন না লন্ডন অলিম্পিকে। মঙ্গলবার এই ঘোষণা করেছেন ওয়ার্ল্ড অ্যান্টি
ডোপিং এজেন্সি বা ওয়াডার সভাপতি জন ফাহে। জুন মাসের মাঝামাঝি সময় থেকে লাগাতার খেলোয়ারদের ওপর নজরদারি চালিয়ে গেছে ওই
সংস্থাটি। বেশ কিছুদিন থেকেই লন্ডন অলিম্পিকের দৌড়ে থাকা খেলোয়ারদের সতর্ক করছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা। সংস্থার
সভাপতি জন ফাহে জানিয়েছিলেন, যেসব অ্যাথলিট নিষিদ্ধ ওষুধের সেবন করছেন  তাঁরা আগেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিক। ছমাস
ধরে সেই পর্যবেক্ষণ চালিয়ে গেছে ওয়াডা। শেষপর্যন্ত তাতেই অলিম্পিকে অলিম্পিকে অংশ নিতে পারেননি ১০৭ জন  অ্যাথলিট। অলিম্পিক
শুরুর ঠিক আগে এই তথ্য প্রকাশ করেছেন ওয়াডার সভাপতি জন ফাহে।
 
এবারের অলিম্পিকে আইওসির তরফে মোট ৫ হাজার ডোপিং টেস্ট চালানো হবে বলে জানিয়েছেন জন ফাহে। ১৬ জুন থেকে অলিম্পিক
ভিলেজে ওই পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রথম দফায় ৩০০ জনের মধ্যে পরীক্ষা চালানো হলেও সবকটি ক্ষেত্রেই ফলাফল নেগেটিভ এসেছে বলে
জানিয়েছে অলিম্পিক কমিটি। এখানেই পরীক্ষা শেষ নয়, ক্রীড়াবিদদের থেকে সংগ্রহ করা নমুনাগুলি ৮ বছর ধরে সংরক্ষণ করে রাখা হচ্ছে।
ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তির মাধ্যমেও তা যাচাই করে দেখার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জন ফাহে। ফলে নিষিদ্ধ ওষুধ নিয়ে
কোনমতেই অ্যাথলিটরা ছাড় পাবেন না বলে জানিয়েছেন তিনি।

.