CWC 2022: ২৪ বছর পর কমনওয়েলথে ক্রিকেট! উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

২৪ বছর পর কমনওয়েলথে ক্রিকেটের প্রত্যাবর্তন।

Updated By: Feb 1, 2022, 07:14 PM IST
CWC 2022: ২৪ বছর পর কমনওয়েলথে ক্রিকেট! উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
কমনওয়েলথের প্রথম ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদন: এক-আধ বছর পর নয়, ঠিক ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ফিরছে ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালা লামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথে শেষবার ক্রিকেটের আসর বসেছিল। ফের বার্মিংহ্য়ামে কমনওয়েলথে বসবে বাইশ গজের আসর। ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটছে। আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (IND VS AUS)। ২০২০-র বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দল। তারাই এবার মুখোমুখি হচ্ছে ২৯ জুলাই। ব্রোঞ্জ এবং স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অগাস্ট। মঙ্গলবার আইসিসি (International Cricket Council) ও কমনওয়েলথ গেমস ফেডারেশন (Commonwealth Games Federation, CGF) যৌথ ভাবে এই ঘোষণা করে দিল।

আরও পড়ুন: IPL 2022, Manoj Tiwary: আইপিএলে মন্ত্রী মনোজ! নিলামে প্রাক্তন নাইটের নাম
 

কমনওয়েলথে লিগ তথা নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নেবে আট দেশে- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৯৯৮ সালে কমনওয়েলথে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শন পোলকের দক্ষিণ আফ্রিকা সোনা জিতেছিল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে। সেবার সচিন তেন্ডুলকর, জ্যাক কালিস ও মাহেলা জয়বর্ধনেরা খেলেছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২৮ জুলাই শুরু হবে চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ১১ দিনের মাল্টি স্পোর্টস ইভেন্টে ৭২ দেশের ৪৫০০ অ্যাথলিট অংশ নেবে। মহিলাদের ক্রিকেটকে জনপ্রিয় করতেই কমনওয়েলথে ক্রিকেটের অর্ন্তভুক্তি। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.