জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো:  সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হার। সেই লজ্জার হারের আগে টানা ৩৬টি ম্যাচ জিতে বিশ্বকাপ (2022 FIFA World 2022) জয়ের অন্যতম ফেভারিট হিসেবে কাতারে (Qatar) পা রেখেছিল আর্জেন্টিনা (Argentina)। কিন্তু একটা হারে নীল-সাদা বাহিনীর কাপ হাতে তোলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন। গত কোপা আমেরিকা জয়ী (Copa America) লিওনেল মেসি (Lionel Messi) তাঁর বিশ্বকাপেও কি খালি হাতে ফিরবেন? স্বভাবতই মেক্সিকোর বিরুদ্ধে নামার দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে একটা বাড়তি চাপ তো থাকবেই। আর তাই শোনা যাচ্ছে যাচ্ছে মেসিদের প্রথম একাদশে ব্যাপক বদল আনতে পারেন হেড কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের দাবি, আর্জেন্টিনা দলে সব মিলিয়ে আসতে পারে পাঁচটি পরিবর্তন। বাদ পড়তে যাওয়াদের মধ্যে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, পরিবর্তিত পারেদেসের পরিবর্তে গুইদো রদ্রিগেজকে বাজিয়ে দেখতে পারেন। সৌদি আরবের বিরুদ্ধে নিজের সেরাটা উপহার দিতে ব্যর্থ হয়েছেন মিডফিল্ডার পারেদেস, যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। 


আরও পড়ুন: FIFA World Cup 2022: প্রয়াত দিয়েগোর স্মরণে কোন বড় ঘোষণা করলেন জিয়ান্নি ইনফান্তিনো? জেনে নিন


আরও পড়ুন: Neymar, FIFA World Cup 2022: কামব্যাকের স্বপ্ন নিয়ে নেইমারের বার্তা, 'বারবার ব্রাজিলিয়ান হয়ে জন্মাতে চাই'


অবশ্য শুধু পারেদেসই নন, একাদশে আরও কিছু চমক নিয়ে আসতে পারেন স্কালোনি। বদলে ফেলা হতে পারে সেন্ট্রাল ডিফেন্স। লিসান্দ্রো মার্টিনেজ আনা হতে পারে ক্রিশ্চিয়ান রোমেরো জায়গায়। নাহুয়েল মোলিনা জায়গায় নিতে পারেন গঞ্জালো মন্টিয়েলকে এবং মার্কোস অ্যাকুনাকে নিয়ে আসা হতে পারে নিকোলাস ট্যাগলিয়াফিকোর জায়গায়।


আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: 


গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ 


ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা


মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ   


স্ট্রাইকার: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)