FIFA World Cup 2022: প্রয়াত দিয়েগোর স্মরণে কোন বড় ঘোষণা করলেন জিয়ান্নি ইনফান্তিনো? জেনে নিন

FIFA World Cup 2022: প্রিয় দিয়েগোকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টিনার দুই প্রজন্ম। ১৯৭৮-এর মারিও কেম্পেস, ড্যানিয়েল বারতোনি, ইউবালদো ফিলোল। অন্যদিকে ’৮৬-র জর্জে বুরুচাগা, আলবার্তো টারান্টিনি, সার্জিও বাতিস্তা, রিকার্ডো বুওচিনির ছিল উজ্জ্বল উপস্থিতি। স্মরণসভায় ছিলেন জুয়ান পাবলো সোরিন, দিয়েগো সিমিওনে, জাভিয়ের জানেত্তি, প্রাক্তন আর্জেন্টাইন কোচ হোসে পেকেরম্যানও।

Updated By: Nov 26, 2022, 04:55 PM IST
FIFA World Cup 2022: প্রয়াত দিয়েগোর স্মরণে কোন বড় ঘোষণা করলেন জিয়ান্নি ইনফান্তিনো? জেনে নিন
দিয়েগো মারাদোনা স্মরণে জিয়ান্নি ইনফান্তিনো। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো:  দুই বছর আগের ২৫ নভেম্বর। গোটা দুনিয়াকে চুপ করিয়ে দিয়ে চিরবিদায় নিয়েছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। এহেন 'ফুটবল দেবতা'-র স্মরণে কাতারের (Qatar) রাজধানী দোহার (Doha) ওয়াকিফে ভিড় জমিয়েছেন শ’দুয়েক মানুষ। বিশ্বকাপ (FIFA World Cup 2022) উৎসবের মাঝেই মারাদোনার দ্বিতীয় প্রয়াণ-বার্ষিকী। শুক্রবার মারাদোনার সেই মৃত্যুবার্ষিকীতেই সমবেত হয়েছিলেন ফুটবল অনুরাগীরা। ফিফা সভাপতি (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) থেকে স্মরণসভার আয়োজক আলেজান্দ্রো ডমিনগুয়েজ। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) হেড ক্লদিও তাপিয়া থেকে দেশি-বিদেশী সংবাদমাধ্যম সবার কাছেই দিয়েগো যে আবেগের নাম।  

সেই মুহূর্তকে সাক্ষী রেখেই ঐতিহাসিক ঘোষণা করে গেলেন ইনফান্তিনো। তাঁর ঘোষণা, 'পরবর্তী বিশ্বকাপ থেকে একটা দিন নির্দিষ্ট থাকবে, যেদিন আমরা দিয়েগো মারাদোনাকে সেলিব্রেট করব।' কর্তব্যের বর্ম খুলে ইনফান্তিনোর গলায় উঠে এল শৈশবের স্মৃতি। যোগ করলেন, 'আমি ইতালির মানুষ। ইন্টার সমর্থক। কিন্তু দিয়েগো বরাবর আমাদের হৃদয়ে ছিলেন। আজও থাকেন। দিয়েগো শুধু আর্জেন্টিনার লিডার নয়, গোটা বিশ্বের। তাঁকে সম্মান জানানোর প্রস্তাব যখন এল, সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র ভাবিনি। বিশ্বকাপের সময় এবার থেকে দিয়েগো আমাদের হৃদয় জুড়ে থাকবেন।' 

আরও পড়ুন: Neymar, FIFA World Cup 2022: কামব্যাকের স্বপ্ন নিয়ে নেইমারের বার্তা, 'বারবার ব্রাজিলিয়ান হয়ে জন্মাতে চাই'

আরও পড়ুন:  FIFA World Cup 2022, BRA vs SRB: রিচার্লিসনের বাইসাইকেল কিকে মরুদেশে সাম্বা ঝড়, লড়াই করেও উড়ে গেল সার্বিয়া

প্রিয় দিয়েগোকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টিনার দুই প্রজন্ম। ১৯৭৮-এর মারিও কেম্পেস, ড্যানিয়েল বারতোনি, ইউবালদো ফিলোল। অন্যদিকে ’৮৬-র জর্জে বুরুচাগা, আলবার্তো টারান্টিনি, সার্জিও বাতিস্তা, রিকার্ডো বুওচিনির ছিল উজ্জ্বল উপস্থিতি। স্মরণসভায় ছিলেন জুয়ান পাবলো সোরিন, দিয়েগো সিমিওনে, জাভিয়ের জানেত্তি, প্রাক্তন আর্জেন্টাইন কোচ হোসে পেকেরম্যানও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.