দ্বিতীয় টেস্ট লাইভ স্কোর, নিউজিল্যান্ড বনাম ভারত

প্রত্যাশিতভাবেই নিজের ত্রিশতরান পূর্ণ করলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তৈরি করলেন ইতিহাস। কিউদের মধ্যে প্রথম ব্যাটসম্যান হিসাবে ছুঁলেন ট্রিপল সেঞ্চুরির মাইল ফলক। নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন জিমি নিশামও। নিশামের সেঞ্চুরির পরই নিজেদের দ্বিতীয় ইনিংসের ইতি টানেন ম্যাকালাম। আট উইকেটে ৬৮০ রান করে ডিক্লায়ার করেন তাঁরা।

Updated By: Feb 18, 2014, 09:37 AM IST

প্রত্যাশিতভাবেই নিজের ত্রিশতরান পূর্ণ করলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তৈরি করলেন ইতিহাস। কিউদের মধ্যে প্রথম ব্যাটসম্যান হিসাবে ছুঁলেন ট্রিপল সেঞ্চুরির মাইল ফলক। নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন জিমি নিশামও। নিশামের সেঞ্চুরির পরই নিজেদের দ্বিতীয় ইনিংসের ইতি টানেন ম্যাকালাম। আট উইকেটে ৬৮০ রান করে ডিক্লায়ার করেন তাঁরা। ওয়েলিংটন টেস্টের পঞ্চমদিনে ভারতের জন্য বিশাল ৬৭ ওভারে ৪৩৫ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেন কিউইরা। জবাবে খেলতে নেমে চতুর্থ ও পঞ্চম ওভারের মধ্যেই ভারতের দুই ওপেনার প্যাভেলিয়ানের দিকে যাত্রা করেন। ২২তম ওভারে একই রাস্তা ধরেন চেতেশ্বর পূজারা। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জাতীয় দলের হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
বিস্তারিত স্কোর দেখুন

.