৫ ব্যাটসম্যান এলেন আর গেলেন, সর্বোচ্চ রান ৯, গোটা দল অল আউট ৩৬ রানে
রঞ্জি ট্রফিতে মুখোমুখি হয়েছে হিমাচল এবং হায়দ্রাবাদ। চতুর্থ রাউন্ডে হায়দ্রাবাদের বোলিংয়ের সামনে ৩৬ রানে অল আউট হিমাচল। দলের টপ অর্ডার তো বটেই, হিমাচলের আকাশ ভাণ্ডারী এবং রবির বোলিং আক্রমণে মাথা তুলে দাঁড়াতে পারেনি মিডল অর্ডারও। হিমাচলের ৫ জন ক্রিকেটার রানের খাতাই খুলতে পারেনি। মাত্র ২৫ অভারে ৩৬ রানেই গুটিয়ে যায় গোটা হিমাচল। আকাশ ভাণ্ডারী ৩ ওভার বল করে কোনও রান না দিয়েই তুলে নেন ৪ উইকেট। রবি ৯ ওভার বল করে মাত্র ১২ রান দিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩টি উইকেট।
ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফিতে মুখোমুখি হয়েছে হিমাচল এবং হায়দ্রাবাদ। চতুর্থ রাউন্ডে হায়দ্রাবাদের বোলিংয়ের সামনে ৩৬ রানে অল আউট হিমাচল। দলের টপ অর্ডার তো বটেই, হিমাচলের আকাশ ভাণ্ডারী এবং রবির বোলিং আক্রমণে মাথা তুলে দাঁড়াতে পারেনি মিডল অর্ডারও। হিমাচলের ৫ জন ক্রিকেটার রানের খাতাই খুলতে পারেনি। মাত্র ২৫ অভারে ৩৬ রানেই গুটিয়ে যায় গোটা হিমাচল। আকাশ ভাণ্ডারী ৩ ওভার বল করে কোনও রান না দিয়েই তুলে নেন ৪ উইকেট। রবি ৯ ওভার বল করে মাত্র ১২ রান দিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩টি উইকেট।
5 ducks. Highest score: 9. Bowled out for 36. Himachal register their lowest #RanjiTrophy score. Live Updates https://t.co/dozmfTQ4HC pic.twitter.com/lWV2SxkU0A
— Cricbuzz (@cricbuzz) October 28, 2016
Himachal are 36 all out in 25overs Vs Hyderabad.
Highest score is 9! By Dhawan
Akash bhandari 3-3-0-4
Ravi 9-5-12-3 @ranjiscores #HYDvHP— Sagar Gala (@sagargala1234) October 28, 2016