২০১৫ সালে যে ৫ জন ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্যে দুর্দান্ত

Updated By: Dec 17, 2015, 04:24 PM IST
২০১৫ সালে যে ৫ জন ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্যে দুর্দান্ত

ওয়েব ডেস্ক: ২০১৫ সালে ক্রিকেট মাঠে ব্যক্তিগত সাফল্যে অনেক ক্রিকেটারই নজির গড়েছেন। নিজেকে নিয়ে এসেছেন আলোয়। এই প্রতিবেদনে এমন সেরা ৫ জনের কথাই আলোচনা করা হল।

১) রস টেলর - নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলরকে প্রতিভাবান মনে করতেন সবাই। কিন্তু ক্রিকেট জীবনে এমন এক কাজ তিনি করে গেলেন যে, তাঁর দেশের লোকেরা কোনওদিনও ভুলতে পারবেন না। কারণ, চিরশত্রু অসিদের বিরুদ্ধে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ রান করার নজির গড়লেন। এই বিষয়ে বিস্তারিত পড়ুন
 

২) এ বি ডিভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরি - একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এবি ডিভিলিয়ার্স। এই ২০১৫ সালেই। মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন ক্রিকেটটা কত বদলে গিয়েছে।  বিস্তারিত পড়ুন
 

৩) মুস্তাফিজুর রহমানের স্বপ্নের অভিষেক- বাংলাদেশের এক ক্রিকেটার। তাঁকে নিয়ে আবার অত হৈ চৈ করার কী আছে! কিন্তু ক্রিকেটারের নাম যদি মুস্তাফিজুর রহমান হয়, তাহলে যে কিছু কথা বলতেই হবে। অভিষেকেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিলেন ৬ উইকেট! বিস্তারিত পড়ুন
 

৪) অশ্বিনের এক ক্যালেন্ডার ইয়ারে ৬২ টেস্ট উইকেট- রবিচন্দ্রন অশ্বিন নিজেকে ক্রমশ বিশ্বের সেরা স্পিনার হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্তত ২০১৫ সালটা তাঁর দারুণ কাটল। পেলেন প্রচুর উইকেট। বিস্তারিত পড়ুন

৫) জো রুট টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গা দখল করলেন- তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পরই বোঝা গিয়েছিল, রুট থাকেত এসেছেন। ২০১৫ সালটায় রুট সেই পথে এগোলেনও অনেকটা। স্টিভেন স্মিথকে সরিয়ে টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের তকমা এখন তাঁর কাঁধেই। বিস্তারিত পড়ুন

.