Ind vs NZ: হাল ধরে রেখেছেন জাদেজা-ধোনি, ভারত ১৭১/৬
শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউ জিল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন : ম্যাঞ্চেস্টারে বৃষ্টি বিঘ্নিত দু'দিনের সেমি-ফাইনাল! মঙ্গলবারের ম্যাচ গড়ায় বুধবার। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে ৪৬.১ ওভার শেষে কিউইদের রান ছিল ২১১/৫। বুধবার রিজার্ভ ডে-তে এখান থেকেই শুরু হয় খেলা। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউ জিল্যান্ড। ভারতের সামনে টার্গেট ২৪০ রানের।
বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দেন জশপ্রীত বুমরাহ। মার্টিন গাপটিলকে এক রানে ফেরান বুমরাহ। দুরন্ত ক্যাচ ধরেন কোহলি। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন হেনরি নিকলস। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন তাঁরা। ২৮ রানে জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন নিকলস। কিউই অধিনায়ক উইলিয়ামসন ৯৫ বলে ৬৭ রান করে আউট হন। জিমি নিশামও বেশিক্ষণ টিকতে পারলেন না ১২ রানে ফিরলেন তিনি। তবে দুরন্ত ব্যাটিং করলেন রস টেলর। কলিন ডি গ্র্যান্ডহোম ১৬ রান করে আউট হন। মঙ্গলবার ৪৬.১ ওভার পর বৃষ্টি নামে ম্যাঞ্চেস্টারে। তখন নিউ জিল্যান্ডের স্কোর ছিল ২১১/৫। ৬৭ রানে অপরাজিত রস টেলর। সঙ্গে ৩ রানে ক্রিজে ছিলেন টম ল্যাথাম। এরপর শুরু হয় বুধবারের খেলা।
Innings Break!
A brilliant bowling effort as #TeamIndia restrict New Zealand to a total of 239/8 after 50 overs.
We'll be back in 10 minutes for the chase https://t.co/NixsoE7TCH #CWC19 pic.twitter.com/ubjUzxgvZ9
— BCCI (@BCCI) July 10, 2019
৭০ করে জাদেজার দুরন্ত থ্রোতে রান আউট হয়ে ফিরে যান রস টেলর। কিউইদের ইনিংসে সর্বোচ্চ রান করেন তিনিই। ১০ রানে টম ল্যাথামকে তুলে নিলেন ভুবি। ম্যাট হেনরিকেও তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউ জিল্যান্ড। ভারতের সামনে টার্গেট ২৪০ রানের। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট নিলেন। জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহল এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন। শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ব্যাটিং। পাঁচ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি ও কে এল রাহুল আউট। উইকেট ছুড়ে দিয়ে গেলেন দীনেশ কার্তিকও। এরপর ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়া জুটি সামাল দেওয়ার চেষ্টা করলেও, ৩২ রানে আউট হয়ে ফিরে গেলেন পন্থ। মাঠে নামেন ধোনি। এদিকে ৬২ বলে ৩২ রান করে ফিরলেন হার্দিক পাণ্ডিয়াও।
আরও পড়ুন - ICC World Cup 2019: রিজার্ভ ডে-তেও বৃষ্টির ভ্রুকূটি ম্যাঞ্চেস্টারে!