শুরুটা ভালই হল ভারতের
মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে পাঁচশো নব্বই রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতের হয়ে পাঁচটি উইকেট পান আর অশ্বিন।
মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে পাঁচশো নব্বই রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতের হয়ে পাঁচটি উইকেট পান আর অশ্বিন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন ওপেনার জুটি গম্ভীর ও সেওয়াগ। সাঁইত্রিশ রানে সামির বলে বোল্ড হন সেওয়াগ। এরপর জুটি বাঁধেন গম্ভীর ও দ্রাবিড়। অর্ধশতরান করেন গম্ভীর। তেরো হাজার রানের মাইলস্টোন ছুঁলেন রাহুল দ্রাবিড়। শেষপর্যন্ত রামপালের বলে পঞ্চান্ন রানে আউট হন দিল্লির এই ওপেনার। আর গম্ভীর আউট হওয়ার পর মুম্বইয়ের অপেক্ষার অবসান। ক্রিজে নামলেন সচিন তেন্ডুলকর। এখন মুম্বইসহ গোটা দেশ জুড়ে একটাই প্রার্থনা, শততম শতরান হোক ঘরের মাটিতেই।