জানেন, ক্রিকেট ছাড়া আর কোন কোন খেলায় এবি ডেভিলিয়ার্স 'মিস্টার পারফেক্ট'?

 অনেকে বলেন জুনিয়র ব্যাডমিন্টন, হকি, রাগবিতে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Updated By: May 23, 2018, 06:53 PM IST
জানেন, ক্রিকেট ছাড়া আর কোন কোন খেলায় এবি ডেভিলিয়ার্স 'মিস্টার পারফেক্ট'?

নিজস্ব প্রতিনিধি : আমরা সবাই তাঁকে চিনি ক্রিকেটের মিস্টার পারফেক্ট বলে। মাঠের এমন কোনও দিক নেই যেদিকে এবি ডেভিলিয়ার্স শট খেলতে পারেন না। দক্ষিণ আফ্রিকা তো বটেই, সারা বিশ্বের ক্রিকেট সার্কিট তাঁর অসামান্য ক্রিকেটীয় প্রতিভায় বিস্ময় প্রকাশ করে। তবে আপনাকে, আমাকে চমকে দেওয়ার মতো আরও অনেক রেকর্ড রয়েছে এবিডির পকেটে।

আরও পড়ুন- ‘আমায় নেওয়া হলে আমি খেলতাম’, দিল্লি দলের বিরুদ্ধে বিস্ফোরণ গৌতির

ক্রিকেটে একগাদা রেকর্ড রয়েছে তাঁর পকেটে। কিন্তু ক্রিকেটের বাইরেও এবি ডেভিলিয়ার্স একইরকম প্রতিভাবান। ব্যাডমিন্টন, রাগবি, হকি যেখানে যখন যেটা খেলেছেন সেখানেই নিজেকে একটা উচ্চতায় তুলে ধরেছেন এবিডি। তবে এক্ষেত্রে তাঁকে নিয়ে প্রচুর গুজব রয়েছে। যেমন, অনেকে বলেন জুনিয়র ব্যাডমিন্টন, হকি, রাগবিতে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে আত্মজীবনীতে এবিডি এই ব্যাপারে খোলসা করেছেন-
অনূর্ধ ৯ স্তরে ওয়ার্মবাথ প্রাইমারি স্কুলের হয়ে ব্রেস্টস্ট্রোক সুইমিংয়ে রেকর্ড করেছিলেন।

টেনিস খেলতে দারুণ পছন্দ করেন এবিডি। একটা সময় জাতীয় স্তরে এক নম্বর হয়েছিলেন এবি।

১৫ বছর বয়স থেকে গলফ খেলেন এবি। ক্লাবস্তরে একবার এক নম্বর হয়েছিলেন।

হাই স্কুলে পড়ার সময় নিয়মিত হকি খেলতেন। তবে কখনও জাতীয় স্তরে হকি খেলেননি।

রাগবি খেলেছেন। তবে কখনও জাতীয় দলের ক্যাপ্টেন হননি।

আরও পড়ুন- অদ্ভুত ডেলিভারি, আইপিএলে শোরগোল

.