সাক্ষী, সিন্ধুর পর অলিম্পিকে আজ কি অদিতির দিন হবে?

২০১৬ অলিম্পিকে সবে সবে পদক জয়ের স্বাদ পেয়েছে ভারত। প্রথমে সাক্ষী মালিকের ব্রোঞ্জ পদক জয়। কুস্তিতে প্রথমবার মেডেল। আর তারপর ব্যাডমিন্টনে পি ভি সিন্ধুর হাত ধরে প্রথমবার রুপো জয়। এবার কি তাহলে গল্ফের মাঠেও ঝলসে উঠবে ভারতীয় মেয়ের স্টিক?

Updated By: Aug 20, 2016, 10:09 AM IST
সাক্ষী, সিন্ধুর পর অলিম্পিকে আজ কি অদিতির দিন হবে?

ওয়েব ডেস্ক : ২০১৬ অলিম্পিকে সবে সবে পদক জয়ের স্বাদ পেয়েছে ভারত। প্রথমে সাক্ষী মালিকের ব্রোঞ্জ পদক জয়। কুস্তিতে প্রথমবার মেডেল। আর তারপর ব্যাডমিন্টনে পি ভি সিন্ধুর হাত ধরে প্রথমবার রুপো জয়। এবার কি তাহলে গল্ফের মাঠেও ঝলসে উঠবে ভারতীয় মেয়ের স্টিক?

সবাই যখন দীপা, সাক্ষী, সিন্ধুকে নিয়ে ব্যস্ত তখনই চুপিসাড়ে অলিম্পিক গল্ফে ফাইনালে পৌঁছে গেছেন অদিতি অশোক। লিডারবোর্ডে এখন ৬ নম্বরে অদিতি। আর ৪টে ম্যাজিকাল স্ট্রোকই ভারতকে এনে দিতে পারে আরও একটা পদক। অলিম্পিক ফাইনালে ওঠার সাফল্যের পর অদিতি বলেন, "আমি ভাবতেই পারছি না, এই পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার গেম প্ল্যান অনুসরণ করছি আর প্রতিদিন আরও ভালো খেলার চেষ্টা করছি"।অলিম্পিকের পঞ্চদশ দিনে তাঁকে ঘিরেই এখন ভারতের আশা। আজ বিকেল সাড়ে ৩টেয় খেলতে নামবেন অদিতি।

.