England vs Afghanistan | World Cup 2023: কাপযুদ্ধে বিরাট অঘটন, আফগানদের হাতে ব্রিটিশ বধ!
ব্য়াট-বলে ধরাশায়ী গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচে রীতিমতো দাপট দেখালেন আফগানরাই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের অঘটন। আফগানিস্তানের কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ব্যাটে, তারপর বলে রীতিমতো দাপট দেখালেন আফগানরাই। জয় এল ৬৯ রানে।
আরও পড়ুন: WATCH | World Cup 2023: রোহিতরা চলে এলেন পুণেতে, বিমানবন্দরে টিম ইন্ডিয়ার নামে জয়ধ্বনি
ধারে-ভারেও ফারাক বিস্তর। এদিন আফগানিস্থানের বিরুদ্ধ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু সেই সিদ্ধান্ত কাজে এল না। দুই আফগান ওপেনার মিলেই তুলে ফেলেন ১১৪ রান। এরপর অবশ্য পরপর উইকেট পড়তে থাকে। বিনা উইকেটে ১১৪ থেকে হঠাৎ আফগানিস্তানের স্কোর হয়ে যায় ১৫২ রানে ৪ উইকেট।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলেছিলেন রহমানুল্লা গুরবাজ। অল্পের জন্য় সেঞ্চুরি হাতছাড়া হলেও, বড় রান তোলার ভিতটা গড়ে দিয়েছিলেন আফগানিস্থানের এই ওপেনার। মিডল অর্ডারে ৬৬ বলে ৫৮ রানে কার্যকরী ইনিংস খেললেন ইকরাম আলিখিল। শেষবেলায় রান তুললেন মুজিব উর রহমানও। আফগানিস্থানে শেষ হয় ২৮৪ রানে।
Afghanistan scripted history with a stunning upset win over defending champions England in Delhi in a thrilling #CWC23 clash#ENGvAFG | https://t.co/9T8oxF60Dt pic.twitter.com/E5c9OmRvIf
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 15, 2023
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত পাল্লা দিয়ে ভালো করলেন আফগানিস্থানের পেসার ও স্পিনাররা। মাত্র ৪ বল খেলেই প্য়াভিলিয়নে ফেরেন জনি বেয়ারস্টোকে। বেশি ক্ষণ ক্রিজে থাকতে পারেননি জো রুটও। লড়াই করছিলেন হ্যারি ব্রুক। কিন্তু তাঁকে কেউ সঙ্গ দিতে পারলেন না। লক্ষ্য তখনও ৬৯ রানে দুরে। অলআউট হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)