ডার্বি কাণ্ডে আইএফকে হুঁশিয়ারি ফেডারেশনের
গত ৯ ডিসেম্বর ডার্বি ম্যাচকে ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তার দায় এড়াতে পারে না আইএফএও। এই মর্মে আইএফএকে কার্যত হুঁশিয়ারি দিয়ে সতর্ক করল ফেডারেশন।
গত ৯ ডিসেম্বর ডার্বি ম্যাচকে ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তার দায় এড়াতে পারে না আইএফএও। এই মর্মে আইএফএকে কার্যত হুঁশিয়ারি দিয়ে সতর্ক করল ফেডারেশন।
অনেকটা আইপিএল ধাঁচে আগামী বছর আই লিগ করার পরিকল্পনা ফেডারেশনের। সেই জন্য কলকাতায় ম্যাচ করার ক্ষেত্রে শুধুমাত্র যুবভারতী নির্ভর হতে চাইছে না ফেডারেশন। বিকল্প দুটি মাঠের ভাবনা রয়েছে ফেডারেশনের। ইতিমধ্যেই কল্যাণীর স্টেডিয়াম ফেডারেশনের পছন্দের তালিকায় রয়েছে।
ভারতীয় ফুটবলকে জনপ্রিয় করার পাশাপাশি রাজ্যের সর্বত্র ফুটবলকে ছড়িয়ে দিতে আইপিএল ধাঁচে আই লিগ করার ভাবনা ফেডারেশনের।