'দাদা'র পেপটক! অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর Rahane-কে ফোন সৌরভের

খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়া মেলবোর্নে দুরন্ত কামব্যাক করে। অধিনায়ক অজিঙ্ক রাহানের সেঞ্চুরি ভারতের জয়ে বড় ভূমিকা নেয়। রাহানের নেতৃত্বে টেস্টে সিরিজে সমতা ফেরায় ভারত।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 26, 2021, 05:55 PM IST
'দাদা'র পেপটক! অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর Rahane-কে ফোন সৌরভের
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন :  ১৯ ডিসেম্বর, ২০২০। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম কালো দিন। অ্যডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর। ভারত অধিনায়ক বিরাট কোহলি হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ৩৬ রানে অলআউট হওয়ার চরম লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে তাঁকে। অ্যাডিলেড বিপর্যয়ের পর নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে অজিঙ্ক রাহানের উপর। সেই সময় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ফোন করে ভরসা দিয়েছিলেন রাহানেকে। এক লহমায় বাড়িয়ে দিয়েছিলেন মনোবল।

এক সাক্ষাৎকারে অজিঙ্ক রাহানে বলেন, "অ্যাডিলেড টেস্টের পর দাদা (সৌরভ গাঙ্গুলি) ফোন করে আমাকে বলে, শক্ত থাকো। নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো দলের উপরেও।" আর এই একটা ফোনেই মনোবল দ্বিগুন বেড়ে যায় নেতা রাহানের। দাদা-র পেপটকেই চাঙ্গা হয়ে ওঠে দল।

আরও পড়ুন - Republic Day: সচিন থেকে কোহলি, লিয়েন্ডার থেকে সাইনা দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা খেলার দুনিয়ার

খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়া মেলবোর্নে দুরন্ত কামব্যাক করে। অধিনায়ক অজিঙ্ক রাহানের সেঞ্চুরি ভারতের জয়ে বড় ভূমিকা নেয়। রাহানের নেতৃত্বে টেস্টে সিরিজে সমতা ফেরায় ভারত। বর্ণবিদ্বেষের আঁতুরঘর সিডনিতে টেস্ট ড্র করে টিম ইন্ডিয়া। গাব্বায় সিরিজের শেষ টেস্টে অজিদের ডেরায় কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নেন পুজারা, পন্থ, রাহানেরা। যেখানে ১৯৮৮ সালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। অজিদের সোনালী অতীত আর অহংকার মাটিতে মিশিয়ে দেয় ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জয় আলাদা একটা অধ্যায় হয়ে থাকবে। ডনের দেশে পর পর দুটো সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন - সচিনের রেকর্ড ভাঙবেন Joe Root! বড় কথা বললেন Boycott

.