জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে অজিত আগারকর!

বাংলার রণদেব বসুও নাকি আবেদন করেছেন জাতীয় নির্বাচকের পদের জন্য।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 16, 2020, 12:43 PM IST
 জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে অজিত আগারকর!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:   জাতীয় নির্বাচক হওয়ার জন্য বিসিসিআই যে বিজ্ঞাপন দিয়েছিল রবিবার ছিল সেই জাতীয় নির্বাচক হবার জন্য আবেদনের শেষ দিন। আর সেই তালিকায় প্রার্থীদের মধ্যে আবেদন করেছেন- অজিত আগারকর, চেতন শর্মা, মনিন্দর সিং, শিবসুন্দর দাস, বাংলার রণদেব বসুও নাকি আবেদন করেছেন জাতীয় নির্বাচকের পদের জন্য।

নতুন জাতীয় নির্বাচক হিসেবে প্রায় নিশ্চিত অজিত আগারকরের নাম। জাতীয় দলের হয়ে ২৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আগারকর। বোর্ড সূত্রে খবর, এবার জাতীয় নির্বাচন হওয়ার দৌড়ে এগিয়ে এই মুম্বই পেসার।

এখন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান সুনীল জোশী। কমিটিতে রয়েছেন হরবিন্দর সিং। বাকি তিন নির্বাচক- দেবাং গান্ধী, শরণদীপ সিং এবং যতীন পরঞ্জপের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁদের জায়গায় সিনিয়র টিম ইন্ডিয়ার জন্য নতুন নির্বাচক নেওয়া হবে।

 

আরও পড়ুন - হতাশায় আত্মহত্যা বাংলাদেশের ক্রিকেটারের

.