অক্ষরের দাপটে ছিয়াত্তরেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা এ দল, সিরিজ ভারতের

ছয় ওভার, ছয়টি মেডেন, শূন্য রান, চার উইকেট। অক্ষর প্যাটেলের আগুন ঝড়ানো বোলিংয়ের কাছে বেসামাল দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটসম্যানরা। প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে একাই চারটি উইকেট নিলেন অক্ষর। তাও আবার একটিও রান না দিয়ে। অক্ষরের দাপটের জেরে মাত্র ছিয়াত্তর রানে আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এ দল। ফলে এক ইনিংস এবং একাশি রানে টেস্ট ম্যাচটি জিতে নেয় ভারতীয় এ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ এক-শূন্য ফলে জিতল ভারত। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

Updated By: Aug 28, 2015, 09:47 PM IST
অক্ষরের দাপটে  ছিয়াত্তরেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা এ দল, সিরিজ ভারতের

ব্যুরো: ছয় ওভার, ছয়টি মেডেন, শূন্য রান, চার উইকেট। অক্ষর প্যাটেলের আগুন ঝড়ানো বোলিংয়ের কাছে বেসামাল দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটসম্যানরা। প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে একাই চারটি উইকেট নিলেন অক্ষর। তাও আবার একটিও রান না দিয়ে। অক্ষরের দাপটের জেরে মাত্র ছিয়াত্তর রানে আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এ দল। ফলে এক ইনিংস এবং একাশি রানে টেস্ট ম্যাচটি জিতে নেয় ভারতীয় এ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ এক-শূন্য ফলে জিতল ভারত। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

অক্ষরের এই অনবদ্য বোলিংয়ে খুশি ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড়। অক্ষর পাটেলের এই সাফল্য ভারতীয় দলে তাঁর নিজের জায়গা পাকাপোক্ত করতে সুবিধা করবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

Tags:
.