নতুন মরশুমে আই লিগে কমছে বিদেশি সংখ্যা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফেডারেশনের বৈঠকে
বৈঠকে ঠিক হয়েছে ক্লাব ফুটসল টুর্নামেন্ট দিয়ে নতুন মরশুম শুরু হবে। অগাস্ট- সেপ্টেম্বর মাসে শিলং এ হতে পারে এই টুর্নামেন্ট।
নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই এবছরের আই লিগ থেকেই বিদেশি সংখ্যা কমছে। বুধবার আই লিগে বিদেশি কমানোর ব্যাপারে সবুজ সংকেত দিল এআইএফএফ এর কার্যকরী কমিটি। সেই সঙ্গে বৈঠকে ঠিক হয় বিজ্ঞাপন দিয়ে নতুন দল নেওয়া হবে আর এবারের আই লিগ হবে ১২ দলের।
## আই লিগে কমছে বিদেশি সংখ্যা-
* পাঁচের বদলে এবার থেকে প্রথম একাদশে খেলতে দেখা যাবে চার জন বিদেশিকে।
* যার মধ্যে একজন এশিয়ান কোটার বিদেশি থাকা বাধ্যতামূলক।
* আই লিগে চার বিদেশিকেই রেজিস্ট্রেশন করানো যাবে।
* ইতিমধ্যেই আই লিগে বিদেশি কমানোর ব্যাপারে সম্মতি জানিয়েছে অধিকাংশ আই লিগ ক্লাবই।
* ভারতীয় ফুটবলের স্বার্থে পরের বছর থেকে আইএসএলেও বিদেশি সংখ্যা কমবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল।
* নতুন মরশুমে আই লিগ হবে ১২দলের।
* মোহনবাগানের জায়গায় বিজ্ঞাপন দিয়ে নতুন দল নেওয়া হবে।
* দিল্লি বা আমেদাবাদের মতো শহর থেকে আসতে পারে নতুন দল। ভারতের যে শহরে আই লিগ বা আইএসএল এর দল নেই সেখান থেকেই আই লিগের নতুন দল নিতে চায় এআইএফএফ।
* দ্বিতীয় ডিভিশনের একটা দল আই লিগে খেলবে। মরসুমের শুরুতে দ্বিতীয় ডিভিশনের দলগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট করবে ফেডারেশন। তার চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আই লিগে। যদিও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না আইএসএলের রিজার্ভ দলগুলো।
*এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম মতো এবার থেকে আইএসএল এর দলগুলোর ২৭টা করে ম্যাচ খেলার কথা। কিন্তু করোনার কারনে দেরিতে আইএসএল শুরু হওয়ায় এই মরশুমে তা করা সম্ভব হবে না। তাই এএফসির কাছ থেকে বিশেষ অনুমতি নেবে এআইএফএফ।
*ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে আইএসএল-এ নতুন দল নেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে ঠিক হয়েছে ক্লাব ফুটসল টুর্নামেন্ট দিয়ে নতুন মরশুম শুরু হবে। অগাস্ট- সেপ্টেম্বর মাসে শিলং এ হতে পারে এই টুর্নামেন্ট।
আরও পড়ুন - আগামী তিন বছরে টিম ইন্ডিয়ার অন্তত দু'টো বিশ্বকাপ জেতা উচিত্!