আসন্ন ভারত সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
৬ ডিসেম্বর হায়দারাবাদে শুরু ভারত ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ।
নিজস্ব প্রতিবেদন : ক্রিস গেইল আগেই ভারত সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিশ্রাম নিচ্ছেন তিনি। তবে এখনও চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারত সফরের দলে জায়গা হল না ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। কায়রন পোলার্ডের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
BREAKING: WEST INDIES ANNOUNCE ODI & T20I SQUADS AHEAD OF INDIA TOUR NEXT MONTH pic.twitter.com/4dti4LdAOD
— Windies Cricket (@windiescricket) November 28, 2019
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: কায়রন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, শিমরন হেটমেয়ার, জ্যাসন হোল্ডার, কিমো পল, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, খারি পিয়ের, নিকোলাস পুরান, দীনেশ রামদিন, শেরফেন রাদারফোর্ড, লেন্ডল সিমন্স ,হেডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ান-ডে দল: কায়রন পোলার্ড (অধিনায়ক), সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমেয়ার, জ্যাসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিয়ের, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ।
৬ ডিসেম্বর হায়দারাবাদে শুরু ভারত ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ।
আরও পড়ুন - মুম্বই সিটি এফসি-র বড় অংশের মালিকানা কিনে নিল সিটি ফুটবল গ্রুপ