UEFA Champions League 2019-20: কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করে রেকর্ডবুকে বার্সেলোনার এই ফুটবলার
পরিবর্ত হিসাবে মাঠে নেমেই গোল করে বার্সাকে জেতালেন বার্সার তরুণ সেনসেশন
নিজস্ব প্রতিবেদন : মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা। তি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন স্প্যানিশ এই স্ট্রাইকার।
WHAT A GOAL BY @ANSUFATI! WHAT A GOAL BY @ANSUFATI! HE HAS NOW BECOME THE YOUNGEST GOALSCORER IN @CHAMPIONSLEAGUE HISTORY! pic.twitter.com/hcYV3kKEgx
— FC Barcelona (@FCBarcelona) December 10, 2019
উয়েফা চ্যাম্পিয়িন্স লিগের নকআউট পর্বে যাওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। তাই ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচ ছিল বার্সার কাছে নেহাতই নিয়মরক্ষার। তা সত্বেও পেরেজের গোলে প্রথমে লিড নেয় কাতালানরা। যদিও বিরতির আগেই ইতালির ক্লাবটিকে সমতায় ফেরান লুকাকু। ৮৫ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমেই ম্যাচে পার্থক্য গড়ে দেন ফাতি। পরের মিনিটে গোল করেন ফাতি। মাত্র সতেরো বছর চল্লিশ দিন বয়সে গোল করে বার্সাকে জিতিয়ে ইতিহাসে জায়গা করে নেন ব এই নয়া সেনসেশন।
আরও পড়ন - ট্রাউকে হারিয়ে আই লিগে প্রথম জয় মোহনবাগানের