সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুরাগ ঠাকুর

সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুরাগ ঠাকুর। লোধা বনাম বিসিসিআই মামলায় তার বিরুদ্ধে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ ওঠে। সর্বোচ্চ আদালত এই অভিযোগের প্রমাণ পাওয়ার পর অনুরাগকে তিরস্কার করেছিল। তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশও দেয়। সোমবার সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন প্রাক্তন বোর্ড সভাপতি।

Updated By: Mar 7, 2017, 09:49 AM IST
সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুরাগ ঠাকুর

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুরাগ ঠাকুর। লোধা বনাম বিসিসিআই মামলায় তার বিরুদ্ধে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ ওঠে। সর্বোচ্চ আদালত এই অভিযোগের প্রমাণ পাওয়ার পর অনুরাগকে তিরস্কার করেছিল। তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশও দেয়। সোমবার সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন প্রাক্তন বোর্ড সভাপতি।

আরও পড়ুন বেঙ্গালুরুতে জিততে গেলে এরকমই ম্যাজিক দেখাতে হবে জাদেজাকে

এরপর সর্বোচ্চ আদালত তাকে এই ইস্যুতে আদালতে স্বশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছে। বিসিসিআই-এর সংস্থাগুলির পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল আইসিসির নয়া আর্থিক নীতি নিয়ে একটি বৈঠকের আবেদন জানান। পরবর্তী শুনানি সতেরোই এপ্রিল।

আরও পড়ুন  চাইনিস সুপার লিগে প্রথম ম্যাচেই গোল করলেন তেভেজ

.