হৃদযন্ত্রের বিরল সমস্যায় শেষ হয়ে যাচ্ছিল ফুটবল! সেই Anwar Ali করলেন হ্যাটট্রিক
হাইপার ট্রপিক কার্ডিওমাইপ্যাথিতে আক্রান্ত হয়েছিলেন আনোয়ার।
নিজস্ব প্রতিবেদন: এভাবেও ফিরে আসা যায়! ভারতের যুব বিশ্বকাপার আনোয়ার আলি সেটাই করে দেখালেন। বিরল হৃদরোগে আক্রান্ত হওয়ায় আনোয়ারের কেরিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল ফেডারেশনের হাতে পড়ে। সেই আনোয়ার আলি দিল্লি লিগের দ্বিতীয় ডিভিশনের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে হ্যাটট্রিক করলেন। আনোয়ারের তিন গোলের সৌজন্যে দিল্লি এফসি ৭-০ গোলে হারিয়ে দিল রেঞ্জার্স এফসিকে।
Anwar Ali introduced himself in style!
The defender grabbed the match after scoring a hat-trick in his debut for @Delhi_FC in the 2nd Division I-League Qualifiers.
Congratulations, @anwarali04! #Warriors#TheFactory@ILeagueOfficial@IndianFootball@FootballDelhi pic.twitter.com/DdVil5znxp
(@minervapunjabfc) July 17, 2021
Indian defender Anwar Ali scores a hat trick today in the opening game of Delhi League today.#AnwarAli #DelhiFC #IndianFootball #hattrick #DelhiFootballLeague #allindiafootball pic.twitter.com/dSv82IJ3X6
(@AllIndiaFtbl) July 17, 2021
আরও পড়ুন: FIFA World Cup 2030: একই সঙ্গে এশিয়া ও ইউরোপে বিশ্বকাপ! সম্ভবনা এমনটাই
চিকিৎসার পরিভাষায় হাইপার ট্রপিক কার্ডিওমাইপ্যাথিতে আক্রান্ত হয়েছিলেন আনোয়ার। যে রোগে হৃদপিণ্ডের দেওয়াল এতটাই পুরু হয়ে যায় যে, সেখানে স্বাভাবিক রক্ত চলাচল বাধা পায়। এই বিরল হৃদযন্ত্রের সমস্য়ায় আনোয়ারের খেলায় নিষেধাজ্ঞা জারি করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এরপর আদালতের দ্বারস্থ হন আনোয়ার। দিল্লি হাই কোর্ট তাঁকে ফের খেলার অনুমতি দেয়। সেন্টার ব্যাক আনোয়ার দেশের অন্যতম প্রতিশ্রুতিবান ফুটবলার। যিনি দেশের হয়ে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন। দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ বলছেন আনোয়ার যদি দিল্লি লিগে খেলতে পারেন তাহলে কেন সে আই-লিগ বা আইএসএলের মতো টুর্নামেন্টে খেলতে পারবেন না!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)