বিশ্বকাপের পদক নিয়ে অলিম্পিকে পাড়ি দেবেন শুটার অপুর্ভি চান্দেলি

Updated By: Apr 11, 2015, 05:51 PM IST
বিশ্বকাপের পদক নিয়ে অলিম্পিকে পাড়ি দেবেন শুটার অপুর্ভি চান্দেলি

 

ওয়েব ডেস্ক:কোরিয়ায় শুটিংয়ের বিশ্বকাপে ব্রোঞ্জ জেতার সুবাদে রিও অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন অপুর্ভি চান্দেলি। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। বিশ্বকাপের ফাইনাল রাউন্ডে ১৮৫.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিকে খেলার ছাড়পত্র পান অপুর্ভি। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথে সোনা জিতে নজর কেড়েছিলেন তিনি। ভারতের দ্বিতীয় শুটার হিসাবে রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র পেলেন তিনি। এর আগে পিস্তল শুটার জিতু রাই অলিম্পিকের টিকিট পাকা করেছিলেন।


"বিশ্বকাপে পদক জেতার স্বপ্ন ছিল বহুদিনের। পদক জেতার আনন্দ বলে বোঝানো যায়না। দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে পারব ভেবে আমি খুব খুশি", অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার পর মন্তব্য অপুর্ভি চান্দেলির। এই সুযোগ পাওয়ার জন্য তিনি গর্বিত, এবং তার সাথে তিনি NRAI কেও ধন্যবাদ জানান।

.